সম্পর্ক টিকিয়ে রাখতে এগিয়ে আসতে হয় দুজনকেই, বললেন Priyanka

Feb 09, 2021, 12:36 PM IST
1/5

সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুজনকেই এগিয়ে আসতে হয়। একে অপরের সাহায্য ছাড়া কোনওভাবেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। বিয়ের ২ বছর পর এভাবেই মত প্রকাশ করলেন প্রিয়াঙ্কা চোপড়া

2/5

একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে সম্প্রতি হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে হাজির হয়ে অভিনেত্রী বলেন, ছোট থেকে বাবা, মাকে দেখে আসছেন। তাঁদের মধ্যে কী ধরনের সম্পর্ক, তাও দেখছেন। সবকিছু দেখেশুনে এটাই মনে হয়, যে কোনও ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে গেলেই একে অপরকে সাহায্য করে এগিয়ে আসতে হয়

3/5

নিকের বাবা-মাকেও দেখছেন, কীভাবে তাঁরা একে অপরের কাছে থেকে, পাশে থেকে সম্পর্ক আগলে রেখেছেন। নিক এবং তিনিও সেই রাস্তাতেই হাঁটছেন। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাঁরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাইছেন বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কা চোপড়া 

4/5

একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে, কখনওই সব সময় নিজের কথা ভাবলে চলে না। সঙ্গী কী ভাবছেন, তাঁর মনে কী চলছে, সবকিছু ভেবে নিয়ে তবেই চলা উচিত। সঙ্গীর সঙ্গে নিজের মনের তাল মিলিয়ে চললে, তবেই যে কোনও সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয় সম্ভব বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কা চোপড়া 

5/5

২০১৮ সালে রাজস্থানের উমেদ ভবনে গাঁটছড়া বাঁধেন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। উমেদ ভবনে পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বসে নিকিয়াঙ্কার বিয়ের আসর। রাজস্থানে বিয়ের পর দিল্লি এবং মুম্বইতে পরপর ২ বার নিক, প্রিয়াঙ্কার রিসেপশনের আয়োজন করা হয়। রিসেপশনের পরই নিকের সঙ্গে লস এঞ্জেলসের বাড়িতে সংসার করছেন প্রিয়াঙ্কা চোপড়া