নিজস্ব প্রতিবেদন: পূর্ণিমায় ফুলে ফেঁপে উঠেছে দিঘার সমুদ্র। সৈকতের বালুরাশি ছাপিয়ে ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ডওয়ালে। জোয়ারের তোড়ে প্রায় সাত থেকে আট ফুট উচ্চতায় ঢেউ ধাক্বা মারছে।
2/5
শঙ্করপুর, জমড়া শ্যামপুর ও উপকূলের কিছু অঞ্চলে জলোচ্ছাসের দরুণ নোনা জল ঢুকে পড়েছে। রাতের বেলা সমুদ্র আরও উত্তাল হতে পারে। তাই আগাম সতর্কতা গ্রহণ করছে পঞ্চায়েত সমিতি প্রশাসন। অবস্থা বুঝে গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলারও পরিকল্পনা রয়েছে তাঁদের।
photos
TRENDING NOW
3/5
এমনিতে দিঘায় পর্যটকের তেমন ভিড় নেই তবে কোনও পর্যটক যাতে সমুদ্রে না নামেন তা সুনিশ্চিত করা হচ্ছে।
4/5
হাওড়া থেকে এসে গতকালই তাজপুরে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায় তিন যুবক। একজনকে জীবিত ও অন্য একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। বেপাত্তা ছিল আরও একজন।
5/5
আজ সেই নিখোঁজ পর্যটকের দেহ মিলেছে। তাজপুর ৩ নম্বর সৈকতের কাছে ওই ব্যক্তির দেহ আজ জোয়ারে ভেসে আসে। ওই ব্যক্তির নাম মহম্মদ জুনাইত।