Home Image: 
পৃথিবীর যমজ বোনকে খুঁজে বের করল নাসা, মিলতে পারে প্রাণের সন্ধান
Domain: 
Bengali
Home Title: 

পৃথিবীর যমজ বোনকে খুঁজে বের করল নাসা, মিলতে পারে প্রাণের সন্ধান

English Title: 
HIDDEN 'EARTH-LIKE' PLANET THAT COULD BE HOME TO LIFE
Slide Photos: 
পৃথিবীর যমজ বোন

নাসা—য় ইন্টার্নশিপ করতে আসা ১৭ বছর বয়সী শিক্ষার্থী উলফ কুকিয়ার এই গ্রহের সন্ধান পেয়েছিল। কুকিয়ার দাবি করেছিল, দুটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টিইএসএস) মিশনে ইন্টার্ন হিসাবে যোগ দিয়েছিল সে।

পৃথিবীর যমজ বোন

এর আগেও এই নতুন গ্রহের ছবি হাতে পেয়েছিল নাসা। কিন্তু সেবার এই গ্রহের উপস্থিতি সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেনি। মহাকাশবিজ্ঞানীরা মনে করছেন, পৃথিবীর মতোই তাপমাত্রা হবে নতুন এই গ্রহের। ওই গ্রহে প্রামের সন্ধান মিলতে পারে বলেও মনে করছেন তাঁরা।

পৃথিবীর যমজ বোন

পৃথিবীতে যতটা সূর্যের আলো এসে পৌঁছয় তার ৭৫ শতাংশ যায় এই নতুন গ্রহে। পৃথিবী থেকে ১.০৬ গুণ বড় এই গ্রহ।

পৃথিবীর যমজ বোন

কেপলার স্পেস টেলিস্কোপ—এর মাধ্যমে পৃথিবীক যমজ বোনের সন্ধান পেয়েছে নাসা। পৃথিবী থেকে ৩০০ আলোকবর্ষ দূরে রয়েছে এই নতুন গ্রহ। 

পৃথিবীর যমজ বোন

দ্বিতীয় পৃথিবী খুঁজে পেয়েছে বলে দাবি করল মার্কিন স্পেস রিসার্চ সেন্টার নাসা। আকার প্রায় পৃথিবীর মতোই। 

Publish Later: 
No
Publish At: 
Sunday, April 19, 2020 - 12:22
Mobile Title: 
পৃথিবীর যমজ বোনকে খুঁজে বের করল নাসা, মিলতে পারে প্রাণের সন্ধান
Facebook Instant Gallery Article: 
No