Snapdeal থেকে ৩২ হাজার টাকার ফোন কিনে ২ লক্ষ ৩৫ হাজার টাকা খোয়ালেন হাইকোর্টের কর্মী!

Aug 09, 2020, 13:29 PM IST
1/5

ছবি- শ্রাবন্তী সাহা

‘স্ন্যাপডিল’  থেকে মোবাইল কিনে ২ লক্ষ ৩৫ হাজার টাকা খোয়ালেন হাইকোর্টের কর্মী।  ক্যানিং এর নারায়নপুরের বাসিন্দা রাহুল সর্দার তিন মাস আগে  একটি মোবাইল কেনেন।

2/5

ছবি- শ্রাবন্তী সাহা

মোবাইলের দাম ৩২ হাজার টাকা ফোন পের মাধ্যমে মিটিয়ে দেওয়া হয়। ফোন হাতে পেয়ে কিছু সমস্যা থাকায় ফোনটি ফেরত দেন রাহুল বাবু। ফোন ফেরত হলেও টাকা হাতে পাননি তিনি।

3/5

ছবি- শ্রাবন্তী সাহা

 বারবার ফোন করে টাকা চাওয়ার পর জুলাই মাসে ওই ফোন থেকে জানানো হয় ফোনের টাকা ফেরত পেতে গেলে আরো দুহাজার টাকা দিতে হবে। ১৩ জুলাই রাহুলবাবুর ছেলে সেই টাকা জমা করে দেয়। সঙ্গে সঙ্গে দেখা যায় রাহুলবাবুর একাউন্ট থেকে ওই একাউন্টে  এক লক্ষ টাকা চলে যায়।

4/5

ছবি- শ্রাবন্তী সাহা

 ফোন করলে তারা জানায়  ভুল বশত কোনভাবে টাকা চলে এসেছে। বিকেলে তারা দশ হাজার টাকা পাঠিয়ে বলে তারা পরীক্ষা  করছে এবং ওই টাকা ফেরত দিলে পুরো টাকা তারা ফেরত দেবেন।

5/5

ছবি- শ্রাবন্তী সাহা

রাহুলবাবু সেই টাকা ফেরত দিলে, তার একাউন্ট থেকে পুরো এক লক্ষ টাকা কেটে নেওয়া হয়। এরপর আর ফোন থেকে উত্তর পাওয়া যায়নি। হাইকোর্টের এই কর্মী এরপর ক্যানিং থানায় একটি অভিযোগ দায়ের করেন। এখোনো কেউ গ্রেফতার হয়নি।