Home Image: 
হার্ট সুস্থ রাখতে বেশি ইলিশ খান
Domain: 
Bengali
Home Title: 

হার্ট সুস্থ রাখতে বেশি বেশি ইলিশ খান

English Title: 
Hilsha will keep your heart healthy
Slide Photos: 
Hilsha 10

কিন্তু ছোটো না বড়, কোন ইলিশ মাছ বেশি উপকারী? বিশেষজ্ঞরা বলছেন, মাঝারি সাইজেই ইলিশই সবচেয়ে বেশি পুষ্টিকর।

Hilsha 9

দাঁত এবং হাড়ের পুষ্টিতে ইলিশের জুড়ি মেলা ভার। শিশুদের হাঁপানি প্রতিরোধ করতে পারে ইলিশ মাছ।

Hilsha8

এছাড়া ইলিশ খেলে চোখ ভাল থাকে। ত্বক থাকে টানটান।

Hilsha7

আলসার, কোলাইটিসের হাত থেকেও রক্ষা করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড।

Hilsha6

এর পাশাপাশি শরীরে রক্ত সঞ্চালন ভাল হয়। ফলে থ্রম্বসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে।

Hilsha5

একইসঙ্গে সামুদ্রিক মাছ হিসাবে ইলিশে সম্পৃক্ত চর্বি কম থাকে। ফলে হার্ট থাকে সুস্থ।

Hilsha4

এখন এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তে কোলেস্টেরলের মাত্রা কম করে।

Hilsha3

এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, নায়সিন, ট্রিপ্টোফ্যান, ভিটামিন, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মিনারেল।

Hilsha2

বিশেষজ্ঞরা বলছেন, ১০০ গ্রাম ইলিশে থাকে প্রায় ২১.৮ গ্রাম প্রোটিন।

Heart 1

জানেন কি? আপনার হার্ট ভালো রাখতে ইলিশের জুড়ি মেলা ভার।

Hilsha

মাছপ্রিয় বাঙালি ইলিশ বলতে অজ্ঞান। ইলিশ যে শুধু রসনা তৃপ্তি করে তাই-ই নয়। সুস্বাস্থ্যেও ইলিশের বহু গুণ।