Rani Rampal: দেশে ফেরার পথে বিরাট ক্ষতি হকি নক্ষত্রের! শিউরে ওঠা পোস্ট দেখে নতজানু বিমান সংস্থা

Rani Rampal: দেশে ফেরার পথে বিরাট ক্ষতি হয়ে গেল হকি নক্ষত্র রানি রামপালের! তাঁর শিউরে ওঠা পোস্ট দেখেই নতজানু বিমান সংস্থা  

Oct 06, 2024, 17:54 PM IST
1/5

দেশে ফেরার পথে বিরাট ক্ষতি হকি নক্ষত্রের

 Rani Rampal On Air India

ভারতের হকি তারকা রানি রামপাল ফুঁসছেন দেশের নামী বিমান সংস্থা বলে পরিচিত এয়ার ইন্ডিয়ার উপর! তাঁর সঙ্গে যা ঘটে গিয়েছে তা তিনি মানতে পারছেন না! পরিস্থিতি এমনই হল যে, রানি বাধ্য হয়ে নিজের এক্স হ্য়ান্ডেল দুর্ঘটনার কথা জানিয়ে ছবি পোস্ট করলেন! তাঁর শিউরে ওঠা পোস্ট দেখে শেষে নতজানু বিমান সংস্থা!  

2/5

রানির দারুণ ঘুরলেন, তবে ফেরার পথেই...

Rani Rampal Went To America and Canada

রানি সম্প্রতি ঘুরতে গিয়েছিল আমেরিকা ও কানাডায়। সেখানে দারুণ সময় কাটান তিনি। তবে কানাডা থেকে ফেরার পথে তিনি ধরেছিলেন এয়ার ইন্ডিয়ার বিমান। আর বিমান সফরের অভিজ্ঞতা এমনই হল যে, রানির ঘোরার সুখস্মৃতির তাল কাটল

3/5

রানি ধুয়ে দিলেন এয়ার ইন্ডিয়াকে

Rani Rampal slams Air India

রানি তাঁর এক্স হ্য়ান্ডেলে লেখেন, 'এই অসাধারণ সারপ্রাইজের জন্য আপনাদের ধন্যবাদ এয়ার ইন্ডিয়া। আপনার কর্মীরা আমার ব্যাগটির সঙ্গে এই আচরণ করেছে। আজ বিকেলে কানাডা থেকে ভারতে ফিরি। দিল্লিতে নামার পর দেখি যে, আমার ব্যাগ ভাঙা।' রানির সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে যে, তাঁর ট্রলি ভেঙে দু'টুকরো হয়ে গিয়েছে! 

4/5

এয়ার ইন্ডিয়া ক্ষমা চাইল রানি রামপালের কাছে

Air India Apologize To Rani Rampal

এয়ার ইন্ডিয়া লেখে, 'ডিয়ার মিস রামপাল, এই অসুবিধার জন্য় আমরা ক্ষমাপ্রার্থী। আপনি টিকেট ডিটেইলসের সঙ্গেই ব্য়াগ ট্য়াগ নম্বর ও ড্য়ামেজ কমপ্লেইন্ট নম্বর আমাদের ডিরেক্ট মেসেজ করুন। আমরা দেখছি'। এরপর রানি লেখেন, 'বিস্তারিত আমি মেসেজ করেছি। আশা করি সমাধান হবে।'

5/5

রানি রামপাল ভারতীয় হকির মুখ

 Rani Rampal face of Indian Hockey

রানির খেলোয়াড়িই নয়, তাঁর নেতৃত্বের দক্ষতাও সমানভাবে আলোচিত। তিনি ২০১৮ এশিয়ান গেমসে রৌপ্য পদক জয়ী ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন। সমাপ্তি অনুষ্ঠানে  ভারতের পতাকাবাহক হয়েছিলেন। ২০২০ টোকিও অলিম্পিক্সে রানির অধিনায়কত্বে, ভারতীয় মহিলা হকি দল ইতিহাস লিখেছিল। প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল। শেষে গ্রেট ব্রিটেনের কাছে হেরে চতুর্থ স্থান অর্জন করেছিল রানিরা।