BJP Leader Arrested: গ্রেফতার 'পুলিসকে জুতো ছুড়ে মারা' বিজেপি নেত্রী! কে ইনি?

Hooghly BJP Leader Arrested: পম্পাকে কেন গ্রেফতার করা হল? আমরা আইনি লড়াই লড়ব। অন্যায়ভাবে গ্রেফতার!

| Sep 04, 2024, 16:24 PM IST
1/5

পুলিসকে জুতো মেরে গ্রেফতার!

Hooghly BJP Leader Arrested

বিধান সরকার: পুলিসকে জুতো ছুড়ে মেরেছিলেন! গ্রেফতার হলেন শ্রীরামপুরের সেই বিজেপি নেত্রী। গত ২ সেপ্টেম্বর জেলাশাসক দফতর অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। হুগলি জেলাশাসক দফতর ঘেরাও করতে যৌথভাবে অভিযান করে হুগলি ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতা কর্মীরা। 

2/5

পুলিসকে জুতো মেরে গ্রেফতার!

Hooghly BJP Leader Arrested

মিছিল করে ঘড়ির মোড়ে এসে পুলিসের বাধার মুখে পড়ে বিজেপি। ব্যারিকেডে আটকে দেওয়া হয় বিক্ষোভ মিছিল। সেখানেই পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। তখনই ব্যারিকেড ভাঙতে না পেরে পুলিসি বাধার মুখে পড়ে বিজেপি নেত্রী পম্পা অধিকারীকে দেখা যায় জুতো হাতে তুলে পুলিসকে দেখাতে। এরপর সেই জুতো পুলিসের ভিড়ে ছুড়েও মারেন তিনি।

3/5

পুলিসকে জুতো মেরে গ্রেফতার!

Hooghly BJP Leader Arrested

পম্পা অধিকারী বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক পদে রয়েছেন। রিষড়া ৩ নম্বর জল ট্যাঙ্ক এলাকায় তাঁর বাড়ি। তাঁর স্বামী বলাই অধিকারী জানান,আজ ভোরে তিনটে গাড়িতে প্রচুর পুলিস এসে পম্পাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। পরে তিনি জানতে পারেন চুঁচুড়া মহিলা থানার পুলিস তাঁকে গ্রেফতার করেছে।

4/5

পুলিসকে জুতো মেরে গ্রেফতার!

Hooghly BJP Leader Arrested

ধৃত নেত্রীকে এদিন চুঁচুড়া আদালতে পেশ করা হয়। এদিকে বিজেপি নেত্রীর গ্রেফতারের খবর পেয়েই চুঁচুড়া মহিলা থানায় হাজির হন বিজেপি নেতৃত্ব। হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার জানান, সেদিন অনেকেই বিক্ষোভে ছিলেন। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রতিবাদ চলছিল। তাহলে পম্পাকে কেন গ্রেফতার করা হল? আমরা আইনি লড়াই লড়ব। অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।

5/5

পুলিসকে জুতো মেরে গ্রেফতার!

Hooghly BJP Leader Arrested

পুলিস সূ্ত্রে জানা গিয়েছে,পুলিসের কাজে বাধা, বেআইনি জমায়েত ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে জড়ো হওয়া সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বিজেপি নেত্রী পম্পা অধিকারীর বিরুদ্ধে।