IND vs ENG | Eden Gardens: ইডেনে ইংরেজ দ্বৈরথ, জানুন টিকিট বিক্রির দিনক্ষণ থেকে দাম, এক ক্লিকে সব উত্তর

IND vs ENG At Eden Gardens: শীতের তিলোত্তমায় ক্রিকেটের উষ্ণতা, টিকিট বিক্রির দিনক্ষণ থেকে দাম, সব জেনে নিন স্লাইড সরিয়ে

Jan 13, 2025, 22:26 PM IST
1/6

ভারত বনাম ইংল্যান্ড

IND vs ENG

গত ১১ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল বেছে নিয়েছে অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটি। ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শুভারম্ভ। শেষ ২ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। শীতের তিলোত্তমায় ক্রিকেটের নন্দনকাননে ইংরেজ দ্বৈরথ উপভোগ করতে মুখিয়ে 'সিটি অফ জয়'।  

2/6

ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়া স্কোয়াড

Team India Squad For England T20 Series

সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)

3/6

ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি

India-England T20 Series Schedule

২২ জানুয়ারি (মঙ্গলবার) হবে প্রথম টি-টোয়েন্টিআই কলকাতায়, এরপর ২৫ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচ চেন্নাইয়ে, ২৮ জানুয়ারি তৃতীয় ম্যাচ রাজকোটে, ৩১ জানুয়ারি চতুর্থ ম্যাচ পুণেতে ও সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে। 

4/6

ইডেন ম্যাচের টিকিট বিক্রি শুরু কবে থেকে?

When Will Eden Gardens Start Selling Tickets?

সোমবার বিজ্ঞপ্তি দিয়ে টিকিটের যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছে  বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। ১৪ থেকে ১৬ জানুয়ারি, অর্থাত্‍ আগামিকাল থেকে টানা তিনদিন সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বক্স অফিস টিকিট বিক্রি হবে। দীর্ঘদিন পর আবার অফলাইনে টিকিট বিক্রি হবে। মানে লাইন দিয়ে দাঁড়িয়ে কাউন্টার থেকে কাটা যাবে টিকিট। যে ছবির সঙ্গে একসময়ে কলকাতাবাসী ভীষণ পরিচিত ছিল। এই টিকিট বিক্রি হবে ইডেনের চার নম্বর গেট থেকে।   

5/6

ইডেন ম্যাচের টিকিটের দাম কী রাখা হয়েছে?

What Are The Ticket Prices For Eden matches

এবার টিকিটের দাম রাখা হয়েছে ৮০০, ১৩০০, ২০০০ এবং ২৫০০ টাকা। সাধারণের টিকিট বিক্রির পর্ব মিটতেই শুরু হবে লাইফ মেম্বার এবং অ্যানুয়াল মেম্বারদের টিকিট দেওয়ার পালা। ১৭ এবং ১৮ জানুয়ারি ৫, ৬, ৭, ৮ নম্বর গেট থেকে তাঁরা টিকিট তুলতে পারবেন।

6/6

অফলাইনেও কি টিকিট বিক্রি হবে? কারা বিক্রি করবে সেই টিকিট?

Will Tickets Be Sold offline Then Who will sell the ticket?

অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট বিক্রি হবে। ১৪ থেকে ১৬ জানুয়ারি, অর্থাত্‍ আগামিকাল থেকে টানা তিনদিন সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অফলাইনে টিকিট কাটা যাবে। অনলাইনে জোমাটো, ইনসাইডারডটইন এবং পেটিএম টিকিট বিক্রি করবে