রোদে, গরমে ত্বকে ট্যান পড়েছে, রইল কিছু ঘরোয়া সমাধান
Mar 27, 2022, 17:43 PM IST
1/6
কালো ছোপ ও ট্যান
পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে কোনও বিউটি ট্রিটমেন্ট করাতে হবে না। এ বার ঘরে বসেই ত্বকের দীর্ঘদিন ধরে পড়ে থাকা ট্যান দূর করতে পারবেন অনায়াসে। এমনই কয়েকটি উপাদানের খোঁজ দেওয়া হচ্ছে, যা নিয়মিত ব্যবহার করে আপনি পেতে পারেন নিখুঁত, উজ্জ্বল, ফর্সা ত্বক। ঘরোয়া উপায়ে কী ভাবে ত্বকের ট্যান দূর করবেন।
2/6
কালো ছোপ ও ট্যান
শুষ্ক এবং ট্যান পড়া ত্বকে গাজর ভাল করে পেস্ট করে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর মোটামুটি শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের ট্যান দূর হবে এবং ত্বক আরও উজ্জ্বল হয়ে উঠবে।
photos
TRENDING NOW
3/6
কালো ছোপ ও ট্যান
পাতিলেবুর রস আর মধু এমন পরিমাণে মেশান যাতে বেশ গাঢ় মিশ্রণ তৈরি হয়। মুখে, হাতে-পায়ে এই প্যাক লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। তার পর ধুয়ে ফেলুন। এই মিশ্রণে খানিকটা চিনি মিশিয়ে নিলে স্ক্রাবিংয়ের কাজটাও হয়ে যাবে।
4/6
কালো ছোপ ও ট্যান
সপ্তাহের প্রতিদিন অফিস৷ তার মানেই বাইরে বাইরে ঘোরা৷ ব্যস্ত জীবনে পাল্লা দিতে গিয়ে ক্রমশই কমছে ঘুম৷ সপ্তাহান্তে চোখের নিচে কালি, মুখে কালো ছোপ৷ ক্লান্তি যেন স্পষ্ট৷ এই পরিস্থিতিতে চটজলদি ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে একমাত্র ভরসা শশা৷
5/6
কালো ছোপ ও ট্যান
ওট্স, দই, আমন্ড অয়েল আর ওট্স (সব উপকরণ গুলিই ২ চামচ করে নিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরী করে নিন। এবার ১-২ মিনিট ভাল করে স্ক্রাব করে নিন। যদি আপনার স্কিন খুব বেশি স্পর্শকাতর হয় তাহলে স্ক্রাব করবেন না, তার বদলে এই পেস্টটা মাস্কের মতো করে ৬-৭ মিনিট মুখে লাগিয়ে রাখুন।