জারি অতি সতর্কতা, আমফানের জন্য বাতিল দিল্লি যাওয়ার ট্রেন
May 20, 2020, 09:46 AM IST
1/4
আমফানের কারণে বুধবার দিল্লি যাওয়ার ট্রেন বাতিল করল রেল। ইতিমধ্যেই রেলের তরফে নোটিশ জারি করা হয়েছে।
2/4
০২৩০১ হাওড়া-নিউ দিল্লি এসি স্পেশ্যাল ট্রেন বাতিল করা হল
photos
TRENDING NOW
3/4
অন্যদিকে, দিল্লি থেকে ০২৩০২ নিউ দিল্লি-হাওড়া এসি স্পেশ্যাল এক্সপ্রেস বাতিল করা হয়েছে
4/4
আমফান ইতিমধ্যেই অতি শক্তি সঞ্চয় করে বাংলার দিকে ধেয়ে আসছে। এরফলে ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসনও। সেইকারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের।