'পাশে আছি', মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সুন্দরবনে ত্রাণে ফের কোমর বেঁধেছেন কান্তি গঙ্গোপাধ্যায়

May 19, 2020, 19:34 PM IST
1/5

মৌমিতা চক্রবর্তী: তাঁকে যে কোনও দুর্যোগে এলাকাবাসীর পাশে থাকতে দেখা গিয়েছে এর আগেও। এবার ফের আরও একবার ত্রাণ কার্য শুরু করলেন কান্তি গঙ্গোপাধ্যায়। 

2/5

"আমাকে রাজনৈতিক উদ্ধে উঠে যেকোনও পরিস্থিতি তে পাশে পাবেন" লিখে আজই মুখ‍্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়। রায়দিঘিতে তাঁর স্ত্রীর একটা স্কুল আছে। সেখানে ইতিমধ্যেই প্রায় ১০০০জনকে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদেরও থাকায় ব্যবস্থা করে হয়েছে।  

3/5

বাংলার দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। উপকূলবর্তী দীঘা, সুন্দরবনকে আমফানের রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝড়ের আগে এবং পড়ে কী কী প্রাথমিক করণীয় তাও তিনি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে।  

4/5

সুন্দরবন এলাকার মানুষের পাশে থেকে ফের চাল-ডাল এবং ত্রাণের অন্যান্য সামগ্রী নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে বাম জমানার প্রাক্তন মন্ত্রী। ত্রাণের জন্য দু-হাজার ত্রিপল, একটা নৌকা, ১০০ কুইন্টাল চাল, তিন লক্ষ টাকার ওষুধের বন্দোবস্ত করেছেন কান্তি গঙ্গোপাধ্যায়। 

5/5

সরকারের সহযোগিতা চেয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। জানিয়েছেন, ফের এই দুর্যোগের পরিস্থিতি মোকাবিলায় তিনি তৈরি রয়েছে।