ICC T20 World Cup: ১৫ বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স কেমন? ছবিতে দেখুন
উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও পরের ১৫ বছর শুধুই খরা। ২০০৭ সালের পর থেকে বাকি সব কাপ যুদ্ধে ধোনি দলের সঙ্গেই ছিলেন। তবে অধিনায়ক থেকে মেন্টর, ধোনি ও ভারতীয় দলের সাফল্য ছিল অধরা।
সব্যসাচী বাগচী
২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর। জোহানেসবার্গের বাইশ গজে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মাত্র ৫ রানে পাকিস্তানের বিরুদ্ধে জয়। চিরপ্রতদ্বন্দীকে মেগা ফাইনালে রোমহর্ষক ম্যাচে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতে তুলেছিল টিম ইন্ডিয়া। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়ের মতো সিনিয়রদের অনুপস্থিতির পরেও একঝাঁক প্রতিভাবান ও তরুণদের নিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের পরিচয় দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। রাতারাতি নাম হয়ে গিয়েছিল 'ক্যাপ্টেন কুল।'
উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও পরের ১৫ বছর শুধুই খরা। ২০০৭ সালের পর থেকে বাকি সব কাপ যুদ্ধে ধোনি দলের সঙ্গেই ছিলেন। তবে অধিনায়ক থেকে মেন্টর, ধোনি ও ভারতীয় দলের সাফল্য ছিল অধরা। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে রোহিত শর্মার ভারত। এর দেখে নেওয়া যাক গত ১৫ বছরের কিছু উল্লেখযোগ্য মুহূর্ত।