Siliguri Bengal Safari: বরফে কামড় বসাচ্ছে বাঘ; মাথায় তা ঘসছে ভাল্লুক, গরমে হাঁসফাঁস পরিস্থিতি বেঙ্গল সাফারির অন্যান্যদেরও
1/5
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
বেঙ্গল সাফারি ডিরেক্টর কমল সরকার জানান, "এই গরমে তাদের ভালো রাখতে নানারকম ব্যাবস্থাই গ্রহন করা হয়েছে। দফায় দফায় বাঘ বা ভাল্লুক বা চিতাবাঘের এনক্লোজারের জল পাল্টে দেওয়া হচ্ছে। বরফের বড় বড় চাই দেওয়া হচ্ছে। আমাদের উদ্দেশ্য তাদের এই গরমে সুস্থ রাখা। প্রয়োজন অনুসারে আমরা তাদের খাওয়ার সময় ঘন্টা খানেক পিছিয়ে দিয়ে তাদের জলে রেখে হাইড্রেট করছিল। অন্যদিকে তৃণভোজীদের ক্ষেত্রে তারা যে জলটা পান করছে তাতে ও আর এস মিশিয়ে দেওয়া। যাতে তাদের শরীরেও জলের অভাব না দেখা যায়।" -তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়
photos