1/5
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
ঠিক কী ঘটেছ? সূর্যের বায়ুমণ্ডল থেকে বেরিয়ে আসে সৌরবায়ু। তা ছুটে আসে সৌরমণ্ডলের দিকে। পাশাপাশি বেরিয়ে আসে প্রচুর পরিমাণে সৌরকণা। কিন্তু এদের হাত থেকে প্রাণের অস্তিত্বকে বাঁচাচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল ও অদৃশ্য চৌম্বক ক্ষেত্রের বলয়। যখন সৌরকণা ও সৌরবায়ু এসে চৌম্বক ক্ষেত্রের উপর আছড়ে পড়ে তখন তাতে বিরাটাকার কম্পন সৃষ্টি হয়। যার ফলে আমরা দেখতে পাই মেরুজ্যোতি। এই মহাকাশ হারিকেনের কারণ হল ওই চৌম্বকক্ষেত্রের উপর সৌরকণার বর্ষণ অতিমাত্রায় ঘটেছে। যার ফলে তাণ্ডব করতে শুরু করে সৌরকণায় থাকা ঋণাত্মক আধানের ইলেকট্রন।
photos