মাস্ক না পরলে কাজ করতে হবে কোভিড হাসপাতালে, হতে পারে জেলও!
Jul 06, 2020, 19:19 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: মাস্ক না পরলে স্বেচ্ছাসেবক হতে হবে কোভিড হাসপাতালে। কিংবা ৩ দিনের জন্য কাজ করতে হবে পুলিস চেকপোস্টে।
2/5
এমনই নিদান দিয়েছেন মধ্য প্রদেশের গোয়ালিয়র জেলার কালেক্টর কৌশলেন্দ্র বিক্রম সিং। আধিকারিকদের সঙ্গে আলোচনা করে"কিল করোনা" প্রকল্পে এমনই নিয়ম এনেছেন তিনি।
photos
TRENDING NOW
3/5
এই "কিল করোনা" প্রকল্পে স্বাস্থ্য আধিকারিকরা বাড়ি বাড়ি ঘুরে কোভিড আক্রান্তদের চিহ্নিত করে আইসোলেট করবেন। এই প্রকল্পে প্রায় ১১ হাজার ৪৫৮ জনের একটি দল কাজ করবে। তাঁদের কাছে থাকবে থার্মাল স্ক্যানার, পাল্স অক্সিমিটার।
4/5
আর সেই প্রকল্পকে সাফল্যিত করতেই মাস্কের এই দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দেশের স্বাস্থ্য মন্ত্রক বারবার মাস্ক পরার প্রয়োজনীয়তার কথা বলেছে। কিন্তু তাতেই দেখতে মিলছে অনেকেই মাস্ক পরছেন না। আর পরলেও নাকে-মুখে থাকার বদলে অধিকাংশ সময় থাকছে থুতনিতে।
5/5
তাই বাধ্য হয়েই কঠোর পদক্ষেপ করছে বিভিন্ন রাজ্য। উত্তরাখণ্ড, দিল্লি ও রাজস্থানও মাস্ক না জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। হতে পারে জেলও।