Extreme Winter 2024: 'লা নিনা'ই এবার ডেকে আনতে পারে মর্মান্তিক শীত! অনুমান হাওয়া অফিসের...

Extreme Winter Due to La Nina: প্রচণ্ড গরম গেল। ভালো রকম বৃষ্টিও হয়েছে। এবার একটাই প্রশ্ন-- এ বছর শীত কেমন পড়বে?

| Nov 02, 2024, 18:02 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রচণ্ড গরম গেল। ভালো রকম বৃষ্টিও হয়েছে। এবার সকলের আগ্রহ এটা জানার যে, এ বছর শীত কেমন পড়বে। এবার সেটাও পরিষ্কার জানিয়ে দিল ভারতীয় মৌসম ভবন।

 

1/6

লা নিনা

এ বছর সেপ্টেম্বরে লা নিনা দেখা গিয়েছিল। এই লা নিনা ফেনোমেননই সাধারণত তাপমাত্রাকে অনেকটা নীচে ঠেলে দেয়। 

2/6

বিপুল বর্ষণ

লা নিনা বৃষ্টির পরিমাণও বৃদ্ধি করে। সেটা এবার হাতেনাতে দেখা গিয়েছে। ফলে কড়া শীত পড়ার অনুমানটাও সত্যি হওয়া হয়তো শুধু সময়ের অপেক্ষা। 

3/6

কুলার কাউন্টারপার্ট!

কী এই 'লা নিনা'? আবহাওয়াবিদেরা মজা করে বলেন এটা হল 'এল নিনো'র কুলার কাউন্টারপার্ট!

4/6

সমুদ্রতলের তাপমাত্রা

তা না হয় হল। কিন্তু এই 'লা নিনা' ব্যাপারটা কী? সংক্ষেপে এবং সহজে বলতে গেলে 'লা নিনা' হল সমুদ্রতলের তাপমাত্রা কমে যাওয়া।

5/6

পুবালি বাতাসে

সাধারণত এপ্রিল থেকে জুনের মধ্যে লা নিনা হতে শুরু করে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি এটা জোরদার থাকে। লা নিনা কম পক্ষে ৯ মাস থেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত থাকে। শক্তিশালী পুবালি বাতাস সমুদ্রের জলকে পশ্চিমে ঠেলে, এর ফলে সমুদ্রের উপরিতল ক্রমশ ঠান্ডা হয়ে যায়-- এটাই লা নিনা!  

6/6

৩ ডিগ্রি!

এবার লা নিনা-র এমন তীব্র শীত পড়বে ভারতে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর তো প্রায় জমেই যাবে। ভারতের বেশ কিছু রাজ্যের তাপমাত্রা ৩ ডিগ্রিতেও নেমে আসতে পারে! বোঝাই যাচ্ছে, ভয়ংকর মারণ শীত আপেক্ষা করে আছে আমাদের জন্য।