অর্ণব, ব্যোম, আগ! ১৩টি দেশে আসন্ন ঘূর্ণঝড়ের নাম দিল ভারত

Apr 29, 2020, 14:03 PM IST
1/5

১৩ টি দেশের সাইক্লোনোর নাম রাখল ভারত

১৩ টি দেশের সাইক্লোনোর নাম রাখল ভারত

ভারত, বাংলাদেশ, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আরব আমিরশাহি এবং ইমেনে আসন্ন ১৩টি ঘূর্ণিঝড়ের নাম রাখল ভারতীয় আবহাওয়া দফতর।  

2/5

১৩ টি দেশের সাইক্লোনোর নাম রাখল ভারত

১৩ টি দেশের সাইক্লোনোর নাম রাখল ভারত

ভারতে আসন্ন ১৩টি ঝড়ের নাম রাখা হল— গতি, তেজ, মুরাসু, আগ, ব্যোম, ঝড়, প্রবাহ, নীর, প্রভঞ্জন, ঘূর্ণি, অম্বুদ, জলধি এবং বেগ।

3/5

১৩ টি দেশের সাইক্লোনোর নাম রাখল ভারত

১৩ টি দেশের সাইক্লোনোর নাম রাখল ভারত

ট্রপিকাল সাইক্লোনের নাম প্রকাশ করা হয় রিজিওনাল ট্রপিকাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার থেকে। এছাড়া সারা বিশ্বে ৬টি রিজিওনাল স্পেশালাইজড মেটিওরলজিকাল সেন্টার রয়েছে। 

4/5

১৩ টি দেশের সাইক্লোনোর নাম রাখল ভারত

১৩ টি দেশের সাইক্লোনোর নাম রাখল ভারত

প্রতি দেশের ১৩টি করে আসন্ন ঘূর্ণিঝড়ের নাম রাখল ভারতীয় আবহাওয়া দফতর। অর্থাত্, মোট ১৬৯টি ঘূর্ণিঝড়ের নাম রেখেছে ভারত। 

5/5

১৩ টি দেশের সাইক্লোনোর নাম রাখল ভারত

১৩ টি দেশের সাইক্লোনোর নাম রাখল ভারত

মে মাসের শুরুতে বঙ্গোপসাগরে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। সেটির নাম উম্ফুন। ২০০৪ সালে এই নামটি রেখেছিল থাইল্যান্ড।