অসম বন্যায় জান লড়িয়ে দিচ্ছেন জওয়ানরা, দেখুন ছবি

Jul 16, 2019, 15:57 PM IST
1/9

চিরাং জেলায় রুনিখাতায় দুর্গতদের কাঁধে করে নিয়ে যাচ্ছে জওয়ান।

2/9

অসমে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। জানা গিয়েছে, অসমের ৩৩টি জেলার মধ্যে ৩০টি জেলা জলমগ্ন হয়ে রয়েছে।

3/9

বন্যা প্লাবিত এলাকায় আটকে রয়েছেন প্রায় ৪৩ লক্ষ মানুষ। রাজ্যের বন্যা কবলিত ৩০টি জেলার ৪ হাজারেরও বেশি গ্রাম সম্পূর্ণ বিপর্যস্ত। 

4/9

অসমের বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রায় ৯৫ শতাংশ এলাকাই এখন জলের তলায়।

5/9

পাগলদিয়া নদী বাঁধ ভেঙে ভেসে গিয়েছে নলবাড়ির প্রত্যন্ত অঞ্চল। 

6/9

জানা যাচ্ছে, ১৩৩টি গ্রাম জলের তলায়। প্রায় ১.৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়।

7/9

বাকসা জেলার একাধিক গ্রাম ভেসে গিয়েছে। বোট করে গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে আসছেন সেনা কর্মীরা

8/9

ওদলগুড়ি গ্রামের মানুষদের নিরাপদ স্থানে নিয়ে আসছেন জওয়ানরা

9/9

গতকাল নলবাড়ি জেলায় রাতের অন্ধকারে ১৬০ গ্রামবাসীকে উদ্ধার করে সেনা।