বড় খবর! যাত্রীদের জন্য এই সুবিধায় বড়সড় বদল আনল রেল
Sep 01, 2018, 16:49 PM IST
1/5
S 5
টিকিট বুকিংয়ের সময় বিনামূল্যে যে ট্রাভেল ইন্স্যুরেন্স দেওয়া হত তা বন্ধ করল রেল। এখন থেকে তা হবে অপশনাল।
2/5
S 4
এখন থেকে এর জন্য অতিরিক্ত চার্জ লাগবে। ১ সেপ্টেম্বর থেকেই এই নিয়ম লাগু হচ্ছে। অর্থাৎ ট্রেনের টিকিট বুকিংয়ে খরচ বাড়ল এবার।
photos
TRENDING NOW
3/5
S 3
আইআরসিটিসি-র ওয়েবসাইট, মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটার সময় এখন থেকে বেছে নিতে হবে যেকোনও একটি অপশন-ট্রাভেল ইন্স্যুরেন্স চান কি চান না।
4/5
S 2
ডিজিটাল লেনদেন বাড়াতে ২০১৭ সালের ডিসেম্বরে এই নিয়ম চালু করেছিল আইআরসিটিসি। ট্রাভেল ইন্স্যুরেন্স ফ্রি করা হয়েছিল।
5/5
S 1
ট্রেন সফরের সময় মৃত্যু হলে সর্বাধিক ১০ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল রেল। বিকলাঙ্গ হলে ৭.৫ লাখ টাকা ও আহতদের ক্ষেত্রে ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা করা হয়। মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ১০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়।