সাধারণ মানুষের জন্য খুলল দেশের সব থেকে লম্বা সাসপেনশন ব্রিজ, মন ভাল করা ছবি দেখুন

Nov 08, 2020, 16:33 PM IST
1/5

উত্তরাখণ্ডের তিহড়ি জেলায় তৈরি হয়েছিল দেশের সব থেকে লম্বা সসপেনশন ব্রিজ। ডেবরা চান্ঠি নামের সেই ব্রিজ এবার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল।

2/5

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এদিন ব্রিজের উদ্বোধন করেন। এই ঝুলন্ত সাসপেনশন ব্রিজ ৭২৫ মিটার লম্বা। এই ব্রিজের উপর দিয়ে ভারি যানবাহন চলাচল করতে পারবে।  

3/5

সমুদ্রতল থেকে ৮৫০ মিটর উঁচুতে এই ব্রিজ। তিহরি ঝিলের উপর এই ব্রিজ নির্মাণ করা হয়েছে। ওই ব্রিজ সাত মিটার চওড়া। তর মধ্যে সাড়ে পাঁচ মিটার জুড়ে যানবাহন চলাচল করতে পারবে।

4/5

৭৫-৭৫ সেন্টিমিটার জুড়ে ফুটপাত তৈরি করা হয়েছে। ব্রিজের দুপাশে ৫৮ মিটার উঁচু চারটি টাওয়ার রয়েছে। 

5/5

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এদিন জানিয়েছেন. এই ব্রিজ নির্মাণ হওয়ায় তিহড়ি জেলার আড়াই লাখ মানুষের যাতায়াতে সুবিধা হবে। এই ব্রিজ পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলেও জানান তিনি। রাতের বেলায় এই ব্রিজে মাল্টি কালার লাইটিং দেখা যাবে।