ভারতের 'জিএসটি' অন্যতম জটিল কর ব্যবস্থা, বলল বিশ্ব ব্যাঙ্ক

Mar 18, 2018, 19:25 PM IST
1/11

gst simplify

জিএসটি আসার পর কর ব্যবস্থায় সরলীকরণ হয়েছে বলে দাবি করেছিলেন মোদী-জেটলিরা। অথচ বিশ্ব ব্যাঙ্ক বলছে, ১১৫টি দেশের মধ্যে অন্যতম জটিল কর ব্যবস্থার ভারতের।

জিএসটি আসার পর কর ব্যবস্থায় সরলীকরণ হয়েছে বলে দাবি করেছিলেন মোদী-জেটলিরা। অথচ বিশ্ব ব্যাঙ্ক বলছে, ১১৫টি দেশের মধ্যে অন্যতম জটিল কর ব্যবস্থার ভারতের। 

2/11

tax world bank

জিএসটি কাঠামোয় করের হার বেশি ও একাধিক ধাপ রয়েছে বলে মত বিশ্ব ব্যাঙ্কের।

জিএসটি কাঠামোয় করের হার বেশি ও একাধিক ধাপ রয়েছে বলে মত বিশ্ব ব্যাঙ্কের। 

3/11

zero tax

বিভিন্ন ধরনের করের হার ও 0% করের হার জিএসটি কাঠামোয় সঙ্গত নয় বলে জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক।

বিভিন্ন ধরনের করের হার ও 0% করের হার জিএসটি কাঠামোয় সঙ্গত নয় বলে জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক।

4/11

hospital

তাদের বক্তব্য, স্বাস্থ্যের মতো সামাজিক ক্ষেত্রে পণ্যগুলির ক্ষেত্রে শূন্য শতাংশ করের হার রাখা হয়েছে। এটা জিএসটির মৌলিক যুক্তির সঙ্গে খাপ খায় না।

তাদের বক্তব্য, স্বাস্থ্যের মতো সামাজিক ক্ষেত্রে পণ্যগুলির ক্ষেত্রে শূন্য শতাংশ করের হার রাখা হয়েছে। এটা জিএসটির মৌলিক যুক্তির সঙ্গে খাপ খায় না।

5/11

vegetables

 বর্তমানে শাক-সবজি, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য পরিষেবা ক্ষেত্রে করের হার 0%।

বর্তমানে শাক-সবজি, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য পরিষেবা ক্ষেত্রে করের হার 0%।

6/11

input

করযোগ্য জিনিসের উপরে ইনপুট পাওয়া যায় ছাড়ের পণ্য বা পরিষেবায়। করযোগ্য ও ছাড় দেওয়া পণ্যে ইনপুট বন্টন হয় বিক্রেতা ও উত্পাদকের মধ্যে।

করযোগ্য জিনিসের উপরে ইনপুট পাওয়া যায় ছাড়ের পণ্য বা পরিষেবায়। করযোগ্য ও ছাড় দেওয়া পণ্যে ইনপুট বন্টন হয় বিক্রেতা ও উত্পাদকের মধ্যে।

7/11

115 countries

১১৫টি দেশে জিএসটি ব্যবস্থা প্রচলিত।

১১৫টি দেশে জিএসটি ব্যবস্থা প্রচলিত। 

8/11

highest

ভারতের সর্বোচ্চ করের হার ২৮ শতাংশ। ১১৫টি দেশে মধ্যে এই হার দ্বিতীয় সর্বোচ্চ।

ভারতের সর্বোচ্চ করের হার ২৮ শতাংশ। ১১৫টি দেশে মধ্যে এই হার দ্বিতীয় সর্বোচ্চ। 

9/11

tax slabs

এছাড়া ৫%, ১২% ও ১৮% ও ২৮% করের হার চালু রয়েছে।

এছাড়া ৫%, ১২% ও ১৮% ও ২৮% করের হার চালু রয়েছে।

10/11

world bank

বিশ্ব ব্যাঙ্কের মতে, জিএসটিতে স্বচ্ছতা নেই। পাশাপাশি স্থানীয় করও গোটা প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

বিশ্ব ব্যাঙ্কের মতে, জিএসটিতে স্বচ্ছতা নেই। পাশাপাশি স্থানীয় করও গোটা প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

11/11

motor tax

উদাহরণ হিসেবে বিশ্ব ব্যাঙ্ক বলছে, জিএসটির ক্ষতি তুলতে মোটর যান কর বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার।

উদাহরণ হিসেবে বিশ্ব ব্যাঙ্ক বলছে, জিএসটির ক্ষতি তুলতে মোটর যান কর বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার।