IND vs ENG 3rd T20I: আচমকাই জোড়া ধাক্কা! রাজকোটে ভারতীয় দলে একাধিক বদল, কাদের নিয়ে সূর্যবাহিনীর ১১?
IND vs ENG 3rd T20I: আচমকাই জোড়া ধাক্কা ভারতীয় শিবিরে। রাজকোটের দলে আসতে চলেছে একাধিক বদল!
1/5
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০আই
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত সীমিত ওভারের (৫টি টি-২০আই ও ৩টি ওডিআই ম্যাচ) ক্রিকেটে মুখোমুখি হয়েছে। গত বুধবার কলকাতায় সিরিজের শুভারম্ভ হয়েছিল। ইডেন গার্ডেন্সে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি-২০আই স্কোয়াড জস বাটলারদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল। গত শনিবার চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে, ভারত রুদ্ধশ্বাস ম্যাচ ২ উইকেটে জিতে চলতি ৫ ম্যাচের টি-২০আই সিরিজে ২-০ এগিয়ে গেল। আগামী ২৮ জানুয়ারি (মঙ্গলবার) চলতি সিরিজের তৃতীয় ম্যাচ রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে। তবে তার আগে ভারতীয় দলে আচমকাই জোড়া ধাক্কা!
2/5
নীতীশ রেড্ডি ও রিঙ্কু সিং
ইংরেজদের কাছে রাজকোট ম্যাচ হতে চলেছে ডু-অর-ডাই। তৃতীয় লড়াই হারলেই সিরিজ হাতছাড়া। ওদিকে আবার ভারত জিতলেই ২ ম্যাচ হাতে রেখে সিরিজ পকেটে পুরে ফেলবে। এই পরিস্থিতিতে সূর্যর দলের দুই স্টার নীতীশ রেড্ডি ও রিঙ্কু সিং ছিটকে গিয়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে অনুশীলনের সময় নীতীশ চোট পেয়েছেন। সাইড স্ট্রেইনের কারণে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্স এখন তাঁর ঠিকানা। আইপিএলের আগে তাঁর সেরে ওঠার কোনও সম্ভাবনা নেই। ফলে তাঁকে মাঠে দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতেই। ওদিকে রিঙ্কু সিং পিঠের খিঁচুনির কারণে রাজকোটে খেলতে পারবেন না। ইডেনে খেলতে গিয়েই চোট পান তিনি। বিসিসিআই বিবৃতি দিয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে।
photos
TRENDING NOW
3/5
শিবম দুবে ও রমনদীপ সিং ঢুকলেন দলে
4/5
রাজকোটে ভারতের সম্ভাব্য একাদশ
চেন্নাইয়ে নীতীশ-রিঙ্কুর বদলে ভারত খেলিয়েছে ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেলকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইসিরিজ এবং তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রয়েছেন হার্দিক পান্ডিয়া। তাই টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলিতে তাঁকে বিশ্রাম দিতে পারে টিম। সেক্ষেত্রে শিবম দুবেকে প্রথম একাদশে ঢুকতে পারেন হার্দিকের জায়গায়। চেন্নাইয়ে ভারত চার স্পিনার খেলিয়েছে। কিন্তু রাজকোটে অতিরিক্ত স্পিনারের কোনও প্রয়োজন নেই। ফলে রবি বিষ্ণোইয়ের জায়গায় মহম্মদ শামির বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন আশা করাই যেতে পারে। দলের বাকি খেলোয়াড়রা একই থাকবে বলেই মনে করা হচ্ছে।
5/5
রাজকোটে ভারতের দল যেমন হতে পারে
photos