International Yoga day 2021 Images: মানুষ ও প্রকৃতির মধ্যে সমন্বয় সাধনের জন্য যোগাভ্যাস

Jun 20, 2021, 12:57 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস৷ বর্তমানে এই চূড়ান্ত কর্মব্যস্ততার সময়ে শরীরকে সুস্থ রাখতে দুনিয়ার শতাধিক দেশে প্রায় নিয়মিত যোগাভ্যাস করেন লক্ষ লক্ষ মানুষ। যতই আমরা প্রযুক্তি নির্ভর হচ্ছি, ততই যেন জীবনে বাড়ছে নানা অসুখ! আর তার অনেকগুলি থেকেই মুক্তি দিতে পারে যোগাভ্যাস। 

2/6

২০১৪ সাল থেকে প্রতি বছর ২১ জুন দিনটি ‘বিশ্ব যোগ দিবস’ হিসাবে পালন করেছে রাষ্ট্রপুঞ্জ। ২০১৬ সালে বিশ্বের প্রায় ২০ কোটি মানুষ অংশগ্রহণ করেছিলেন এই যোগ দিবসে। ২০১৭-তে ভারত ছাড়াও চিন, পাকিস্তান, মালয়েশিয়া, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, লেবানন, কানাডা-সহ মোট ১৮০টি দেশে পালিত হয়েছে ‘বিশ্ব যোগ দিবস’। 

3/6

ভারতে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটি পালন করেন। করোনার দাপট শুরু হওয়ার পর থেকে যোগ ব্যায়াম, আয়ুর্বেদিকের উপর জোর দেন প্রধান মন্ত্রী। 

4/6

পশ্চিমবঙ্গেও সাড়ম্বরে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। কলকাতার ময়দানে এবং বিমানবন্দরেও যোগচর্চার মাধ্যমে পালিত হতে দেখা গিয়েছে। রাজ্যের জেলায় জেলায় চলছে যোগচর্চা। শিলিগুড়ি থেকে মালদা, বীরভূম থেকে বাঁকুড়া, ঝাড়গ্রাম— সর্বত্রই সাড়ম্বরে পালিত হয়ে যোগ দিবস।

5/6

কিন্তু বিগত বছর থেকে সেই অনুষ্ঠানে বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। তবে বলা বাহুল্য করোনা মানুষকে যোগ ব্যায়ামের দিকে ঠেলেছে। এই সময়ে শরীরে অক্সিজেন বাড়াতে মানুষ যোগ ব্যায়ামের উপর নির্ভরশীল হয়ে উঠেছেন। 

6/6

আপনার কাছের মানুষটির যোগ ব্যায়ামের প্রতি আগ্রহ বাড়াতে তাঁকে শুভেচ্ছা জানান।  তার জন্যই রইল একাধিক শুভেচ্ছ কার্ড সহ বার্তা।