iPhone 12 এর দাম ও ফিচারে কাঁপছে স্মার্টফোন বাজার

Oct 14, 2020, 10:30 AM IST
1/10

নিজস্ব প্রতিবেদন:  শুরুতেই দেখে নেওয়া যাক কোন ফোনের কত দাম? iPhone 12 mini ৬৪ জিবি স্টোরেজ: Rs ৬৯,৯০০ টাকা iPhone 12 mini ১২৮ জিবি স্টোরেজ: দাম ৭৪,৯০০ টাকা iPhone 12 mini ২৫৬ জিবি স্টোরেজ: দাম ৮৪,৯০০ টাকা    

2/10

iPhone 12 ৬৪ জিবি স্টোরেজ: দাম ৭৯,৯০০ টাকা iPhone 12 ১২৮ জিবি স্টোরেজ: দাম ৮৪,৯০০ টাকা iPhone 12 ২৫৬ জিবি স্টোরেজ: দাম ৯৪,৯০০ টাকা

3/10

iPhone 12 Pro ১২৮ GB storage: দাম ১,১৯,৯০০ টাকা iPhone 12 Pro ২৫৬ জিবি স্টোরেজ: দাম ১,২৯,৯০০ টাকা  iPhone 12 Pro ৫১২জিবি স্টেরেজ দাম: ১,৪৯,৯০০ টাকা  iPhone 12 Pro Max ১২৮ জিবি স্টোরেজ দাম: ১,২৯,৯০০ টাকা  iPhone 12 Pro Max ২৫৬ জিবি স্টোরেজ: দাম ১,৩৯,৯০০ টাকা  iPhone 12 Pro Max ৫১২ জিবি স্টোরেজ: দাম ১,৫৯,৯০০ টাকা

4/10

A14 Bionic চলেবে  iPhone 12।

5/10

হাত থেকে পড়েও ভাঙবে না ফোনের স্ক্রিন, জোর গলায় দাবি অ্যাপেলের। স্ক্রিন যাতে সহজে ভেঙে না যায় তার জন্য ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড গ্লাস প্রযুক্তি। 

6/10

MagSafe প্রযুক্তি রয়েছে। যার মাধ্যমে থাকবে ওয়ারলেস চার্জিং। 

7/10

 iPhone 12 , 11 এর চেয়ে মোটা। 

8/10

12MP wide ক্যামেরার সঙ্গে ওয়াইড অ্যাপারচার রয়েছে। 

9/10

কম আলোয় উন্নতমানের ছবি তুলতে সক্ষম এই ফোন। ক্যামেরাতেই তাক লাগিয়েছে iphone 12। অ্যাপল জানিয়েছে, তাদের আইফোন ১২ মিনি ছোট এবং পাতলা ফোন। এতে রয়েছে ৫.৪ ইঞ্চি ডিসপ্লে।ফোনটিকে টেকসই করার জন্য সিরামিক মেটারিয়াল ব্যবহার করা হয়েছে। দুটো রিয়ার ক্যামেরা রয়েছে।

10/10

৫জি সাপোর্ট ছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ওয়্যারলেস সফটওয়্যার। অ্যাপল-এর ভাইস প্রেসিডেন্ট অরুণ ম্যাথিয়াস জানান, ফোনগুলি ৫জি হওয়ায় এই ফোনে ডাউনলোড স্পিড হবে প্রতি সেকেন্ড ৪ গিগাবাইট।