IPL 2021: আফগানিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল তালিবান! কারণগুলি শুনলে চমকে যাবেন

Sep 20, 2021, 17:02 PM IST
1/6

আফগানিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

IPL 2021 broadcast banned in Afghanistan

নিজস্ব প্রতিবেদন: সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় লেগের আইপিএল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ দেখানো হবে না আফগানিস্তানে। সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি তালিবান সরকারের।

2/6

এম ইব্রাহিম মোমান্দ

M Ibrahim Momand

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন মিডিয়া ম্যানেজার ও সাংবাদিক এম ইব্রাহিম মোমান্দ টুইট করে এই খবর দিয়েছেন।

3/6

আইপিএলে মেয়েদের নাচ

Women dance in IPL

মোমান্দ তাঁর টুইটারে পরিস্কার করে লিখে দিয়েছেন যে, আইপিএলে ইসলাম বিরোধী একাধিক বিষয় রয়েছে বলেই সম্প্রচারে ফতোয়া জারি করেছে।

4/6

আইপিএলে চিয়ারলিডার

IPL Cheerleaders

আইপিএলে "মেয়েদের নাচগান' এবং খোলা চুলে মাঠে মেয়েদের উপস্থিতি" নিয়েই সমস্যা তালিবানের

5/6

আইপিএলে আফগানিস্তানের ক্রিকেটাররা

Afghanistan cricketers in IPL

রশিদ খান, মহম্মদ নবি এবং মুজিব উর রহমানের মতো আফগান ক্রিকেটাররা আইপিএল খেলেন। অথচ তাঁদের দেশেই দেখানো হবে না খেলা।

6/6

আফগানিস্তানে মহিলাদের ক্রিকেট

Afghanistan women cricket

তালিবান শাসিত আফগানিস্তানে পুরুষদের ক্রিকেট খেলার অধিকার থাকলেও, মহিলাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।