1/6
আইপিএল রিক্যাপ
2/6
শিবম মাভিকে এক ওভারে পৃথ্বীর চারটি চার
দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ আইপিএলের প্রথম ভাগে আগুনে ফর্মে ছিলেন। কেকেআররে বিরুদ্ধে তাঁর ব্যাট যেন কথা বলেছিল। কলকাতার ১৫৫ রান তাড়া করতে নেমেছিল পৃথ্বী ও শিখর ধাওয়ান। দুই ওপেনার মিলেই ১৩২ রান তুলে দেন। বলাই বাহুল্য দিল্লি অনায়াস জয় ছিনিয়ে আনে। পৃথ্বীর ব্যাট থেকে এসেছিল ৪১ বলে ৮২ রান। আর তিনি শিবম মাভির এক ওভারে হাঁকিয়ে ছিলেন চারটি চার।
photos
TRENDING NOW
3/6
পঞ্জাব কিংসের বিরুদ্ধে সঞ্জুর শেষ ওভারে সিঙ্গল না নেওয়া!
রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন জ্বলে উঠেছিলেন পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ২২২ রান তাড়া করতে নেমে সঞ্জুর ব্যাট থেকে এসেছিল শতরানের ঝকঝকে ইনিংস। রাজস্থানের ২ বলে জেতার জন্য ৫ রান দরকার ছিল। নন-স্ট্রাইকিং এন্ডে ছিলেন ক্রিস মরিস। সঞ্জু সিঙ্গল রান নিতে অস্বীকার করেন এবং শেষ বলে চার মারতে ব্যর্থ হওয়ায় ম্যাচটি হাতছাড়া করেন।
4/6
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বিধ্বংসী কায়রন পোলার্ড
5/6
আরসিবি-র বিরুদ্ধে জাদেজার এক ওভারে ৩৭ রানের ইনিংস!
6/6
এসআরএইচ মিস্ট্রি গার্ল কাব্য মারান
সানরাইজার্স হায়দরাবাদের ডাই-হার্ড এই ফ্যান টিমেরই সিইও। সান মিউজিক ও সান টিভি-র এফএম চ্যানেলগুলির মালিক কালনিথি মারানের কন্যা কাব্য মারান। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে নিজের দলের ম্যাচ চলাকালীন ক্যামেরার চোখে পড়তেই তিনি রাতারাতি হয়ে যান সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয় হয়ে যান। প্রতি ম্যাচেই গ্যালারি থাকেন তিনি। আইপিএলের প্রথম ভাগেও তার ব্যতিক্রম হয়নি।
photos