IPL 2023: যে পাঁচ ক্রিকেটারকে শেষবারের মতো দেখতে চলেছেন আইপিএল অনুরাগীরা!

Mar 26, 2023, 16:01 PM IST
1/6

যে পাঁচ ক্রিকেটারকে শেষবারের মতো দেখতে চলেছে আইপিএল!

 IPL 2023: 5 Cricketers Likely To Play Their Last IPL

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেবারে দুয়ারে আইপিএল সিক্সটিন (Indian Premier League, IPL 2023)। আগামী ৩১ মার্চ থেকে শুরু ক্রোড়পতি লিগ। দেখতে গেলে হাতে আর ঠিক চার দিন। গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দ্বৈরথেই পর্দা উঠছে আইপিএল সিক্সটিনের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সন্ধে সাড়ে সাতটায় শুরু ম্যাচ। বিগত ১৫ বছরে আইপিএল মাতিয়েছেন দেশ-বিদেশের মহারথীর। এই প্রতিবেদনে তাঁদের কথাই বলা হল, যাঁরা সম্ভবত শেষবারের মতো ক্রোড়পতি লিগে খেলতে চলেছেন। 

2/6

এমএস ধোনি

MS Dhoni

কিংবদন্তি এমএস ধোনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, আইপিএল সিক্সটিনই তাঁর জীবনের শেষ আইপিএল হতে চলেছে। এরপর হয়তো তাঁকে আর উইকেটের পিছনে এবং ব্যাট হাতে আইপিএল মাতাতে দেখা যাবে না। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি। ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয় ভারতীয় ক্রিকেটে। সেই বছর চেন্নাই ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। ধোনি নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে।

3/6

আম্বাতি রায়ডু

Ambati Rayudu

আগামী বছর আটত্রিশে পা দেবেন আম্বাতি রায়ডু। আইপিএলের অন্যতম সেরা ব্যাটার ও সিএসকে-র মিডল অর্ডারের ভরসামান নাম তিনি। গত মরসুমে রায়ডু ১৩ ম্যাচে ২৪-এর গড়ে করেছিলেন মাত্র ২৭৪ রান। রায়ডু যদি আসন্ন আইপিএলে নিজেকে প্রমাণ করতে না পারেন, তাহলে সিএসকে সম্ভবত তাঁকে ছেড়ে দেবে। সিএসকে চাইবে কোনও তরুণ ক্রিকেটারেরই ওপর বিনিয়োগ করতে।

4/6

অমিত মিশ্র

Amit Mishra

১৫৪ ম্যাচে ১৬৬ উইকেট রয়েছে অমিত মিশ্রর। লিগের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার গতবছর আইপিএল নিলামে ছিলেন আনসোল্ড। কিন্তু ৪০ বছরের স্পিনারকে এই আইপিএলে লখনউ সুপার জায়েন্টস নিয়েছে। আগামী বছর একচল্লিশে পা দিচ্ছেন। লিগের দ্বিতীয় সবচেয়ে বেশি বয়সি ক্রিকেটার সম্ভবত আগামী বছর আর খেলবেন না।  

5/6

ডেভিড ওয়ার্নার

David Warner

ঋষভ পন্থের পরিবর্তে দিল্লি ক্যাপিটালস ডেভিড ওয়ার্নারের কাঁধেই গুরুদায়িত্ব তুলে দিয়েছে। ওয়ার্নারের বায়োডেটা আর আইপিএল ফ্যানদের দেওয়ার কোনও প্রয়োজন নেই, যে ক'জন বিদেশি ক্রিকেটারকে ভারতীয়রা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, ওয়ার্নার তাঁদের মধ্যে অন্যতম। ক্রোড়পতি লিগের তিনি তৃতীয় সর্বোচ্চ রানশিকারি। ১৫৫ ম্যাচে করেছেন ৫৬৬৮। ওয়ার্নারের স্ট্রাইক-রেট ১৪০.৫৮। ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। গতবছরের শুরুতেই ওয়ার্নার জানিয়েছেন যে, দ্রুত তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলবেন। মনে করা হচ্ছে ওয়ার্নারের এটি অন্তিম আইপিএল।  

6/6

দীনেশ কার্তিক

Dinesh Karthik

গতবছর আইপিএলে ৫.৫ কোটি টাকায় দীনেশ কার্তিককে আরসিবি নিয়েছিল। দলকে প্লে-অফে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন কার্তিক। যেন নবজন্ম হয় তাঁর। আরসিবি-র হয়েফুল ফুটিয়ে ছিলেন তিনি। জীবনের সেরা ফর্মেই ক্রিকেট খেলেছিলেন কার্তিক। হয়ে উঠেছিলেন ফিনিশার। ১৮৩.৩৩-এর স্ট্রাইক রেটে করেছিলেন ৩৩০ রান। এহেন পারফরম্যান্সের সুবাদে কার্তিক বুক বাজিয়ে ফেরেন জাতীয় দলেও। তবে কার্তিক এই বছর আটত্রিশে পা দেবেন। আগামী বছর আইপিএল খেলার ধকল তিনি নেবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে কার্তিকের সামনে পড়ে রয়েছে টিভি কেরিয়ার।