EXPLAINED | IPL 2025 Auction: মাঠ মাতিয়েও আজ UNSOLD! ১০ দল ফিরেও তাকায়নি এই ৫ মহাতারকার দিকে, কেন এই বেহাল দশা?
Check 5 big names ignored by all 10 franchises: ১০ দল মুখ ফিরিয়েছে ৫ মহাতারকার দিকে, যাঁদের কেউ আবার লিগের কিংবদন্তি
1/6
আইপিএল মেগা নিলাম
2/6
ডেভিড ওয়ার্নার
সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন অধিনায়ক সার্বিব বিচারেই আইপিএল কিংবদন্তি। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি রানশিকারিদের মধ্য়ে থাকা হোক বা পোডিয়াম ফিনিশ, দুর্ভাগ্যবশত লিগের 'বুল'-এর দিকে কেউ তাকায়নি এবার। ২০১৫, ২০১৭, ২০১৯ সালের অরেঞ্জ ক্যাপ জয়ী ওয়ার্নার। আইপিএলের ইতিহাসে চতুর্থ-সর্বাধিক রান শিকারি ওয়ার্নার। আপাতত তাঁর সব কিছুই অনুরাগীদের মনেই থাকছে। ওয়ার্নার আগের মতো আরও কার্যকরী বা ভয়ংকর নয় বলেই ১০ দলের কেউই তাঁকে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেনি।
photos
TRENDING NOW
3/6
কেন উইলিয়ামসন
আরেক প্রাক্তন এসআরএইচ অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউ জিল্য়ান্ডের মহারথী আন্তর্জাতিক তারকা। জেদ্দায় কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেনি। ২০১৮ সালের কমলা টুপি জয়ীর প্রচুর অভিজ্ঞতাও রয়েছে। উইলিয়ামসন সেই খেলোয়াড়দের মধ্যেই একজন যে আধুনিক টি-টোয়েন্টি খুব ভালো ভাবেই খেলেছেন। তবে আজ উইলিয়ামসনও আর মধ্য় গগনে নেই। তাই হয়তো দল পেলেন না!
4/6
পৃথ্বী শ
২০১৮ সালে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল পৃথ্বী শ'র নেতৃত্বে। তখন তাঁকে বলা হচ্ছিল ভারতীয় ক্রিকেটের 'নেক্সট বিগ থিং'। মহারাষ্ট্রের ক্রিকেটার তাঁর স্কিল ও টেকনিকে চোখ কপালে তুলে দিয়েছিলেন বহু ক্রিকেট পণ্ডিতের! সেই বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৮ বছর বয়সে, টেস্ট অভিষেকেও সেঞ্চুরি করেছিলেন পৃথ্বী। ভারতীয় দলের আগামীর তারা কোথাও যেন খসে গিয়েছেন আকাশ থেকে। বিগত কয়েক বছরে পৃথ্বী যেন আর পৃথ্বীতে নেই! ক্রিকেট তাঁর জীবনে গণ্য় হয়ে গিয়েছে মুখ্য় হয়ে উঠেছে তাঁর রঙিন জীবনযাপন, নারীসঙ্গ ও বিতর্ক। কারোর মতে তিনি দ্বিতীয় বিনোদ কাম্বলি! ফিটনেসের অভাব ও নিয়মশৃঙ্খলার না মানা ক্রিকেটারকে আর কেউ দলে নিতে চায়নি।
5/6
জনি বেয়ারস্টো
6/6
সরফরাজ খান
২০১৫ সালে অভিষেকের পর থেকে সরফরাজ খান আইপিএলে কখনই সেভাবে ছাপ ফেলতে পারেননি। থেকে মাত্র ৪০ ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে কয়েকটি ক্যামিও ছাড়া বলার মতো কিছু নেই। সরফরাজ কিন্তু লাল বলের ক্রিকেটে রানমেশিন। এই মুহূর্তে বর্ডার-গাভাসকর ট্রফি খেলার জন্য় ভারতীয় দলের সঙ্গে রয়েছেন। সরফরাজকে হয়তো সীমিত ওভারে সংস্করণে কেউ ভাবতে পারেননি। তাই দল পাননি তিনি। তবে সরফরাজের ভাই মুশির খানকে নিয়েছে পঞ্জাব কিংস। এই প্রথম তিনি আইপিএল চুক্তি পেলেন।
photos