কীভাবে খতম মাসুদ আজহার, শেষ খবর জানুন ১০টি পয়েন্টেই

Mar 03, 2019, 18:40 PM IST
1/10

মৃত্যু হয়েছে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের। একাধিক সূত্র থেকে এরকমই খবর মিলছে।

2/10

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিল জইশ প্রধান, ডায়ালিসিস চলছিল রাওয়ালপিণ্ডি সেনা হাসপাতালে।

3/10

এরপরই তার মৃত্যু নিয়ে তৈরি হয় জল্পনা। সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম সর্বত্র ছড়িয়ে ব্যাপক জল্পনা।  

4/10

অন্যদিকে বেশ কয়েকটি সূত্র বলছে, শারীরিক অসুস্থতা নয়, সার্জিক্যাল স্ট্রাইকে আগেই খতম হয়েছে মাসুদ আজহারের।  

5/10

শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, গতকাল অর্থাত্ ৩ মার্চই মত্যু হয়েছে মাসুদ আজহারের। যদিও ইসলামাবাদের কোনও সূত্র থেকে এ বিষয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি

6/10

১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। এরপরই ১২ দিনের মাথায় পাকিস্তানের মাটিতে দ্বিতীয়বার সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। 

7/10

তবে হামলার সময় মাসুদ আজহার ওই ঘাঁটিয়তে ছিলেন কি না, তা প্রশ্নসাপেক্ষ। কোনও সূত্র বলছে, তিনি সেইসময় ঘাঁটিতেই ছিলেন। 

8/10

এর আগে পাকিস্তানের বিদেশমন্ত্রী স্বীকার করে নিয়েছেন মাসুদ আজহার আছেন তাঁদের দেশের মাটিতেই। তবে তিনি অসুস্থ। গত কাল থেকেই সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে জইশ প্রধানের মৃত্যুর খবরে।   

9/10

যদিও অন্য  সূত্র বলছে, ১১৯৯৯-এর  কান্দাহার বিমান ছিনতাইয়ের মূলচক্রী মাসুদ আজহার ঘাঁটিতে ছিলেন না।   

10/10

বোমার আঘাতে গুঁড়িয়ে দেয় বালাকোটে  জইশের সবচেয়ে বড় অন্যতম ঘাঁটি। বালাকোট ঘাঁটিতে এয়ারস্ট্রাইকের ফলে মাসুদের ২ আত্মীয় সহ ৫ জইশ কম্যান্ডারের মৃত্যু হয়।