Home Image: 
করোনার প্রকোপ কাটিয়ে মাঠে ফিরতে চলেছেন রোনাল্ডোরা!
Domain: 
Bengali
Section: 
Home Title: 

করোনার প্রকোপ কাটিয়ে মাঠে ফিরতে চলেছেন রোনাল্ডোরা!

English Title: 
Italy's PM Delays Serie A Restart Decision
Slide Photos: 

যদিও ইতালির সরকারের তরফ থেকে জানানো হয়েছে লিগ কবে শুরু হবে তা পরে জানানো হবে। তাঁরা পরিস্থিতির ওপর নজর রাখছেন।

৯ মার্চ থেকে বন্ধ আছে ইতালিয়ান লিগ। সব ঠিকঠাক চললে জুনের শুরুতেই মাঠে বল গড়াতে পারে সিরি-এ তে।

১৮ মে থেকে অনুশীলন শুরু করতে পারে ইতালির ক্লাব দলগুলো।

সিরি-এ দলগুলোকে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে। তাই মনে করা হচ্ছে, খুব দ্রুত অনুশীলনে ফিরবেন রোনাল্ডোরা।

মারণ ভাইরাসে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইতালিতে।  প্রাণ হারিয়েছেন প্রায় ২৬ হাজারের বেশি মানুষ। তবে পরিস্থিতি এখন কিছুটা ভালো।  তাই লকডাউন কিছুটা শিথিলের সিদ্ধান্ত নিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী।

Publish Later: 
No
Publish At: 
Monday, April 27, 2020 - 17:50
Mobile Title: 
করোনার প্রকোপ কাটিয়ে মাঠে ফিরতে চলেছেন রোনাল্ডোরা!
Facebook Instant Gallery Article: 
No