Explained | Jasprit Bumrah: বাদ পড়েননি বুমরা, শেষ মুহূর্তে মেগাচমক! এল চ্যাম্পিয়ন্স ট্রফির বুম...বুম...আপডেট

Explained | Jasprit Bumrah: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বিরাট ধাক্কা খেল  নিউ জ়িল্যান্ড! দলের তারকা পেসার অনিশ্চিত হয়ে পড়লেন আচমকাই! ভারতেরও বড়সড় ধাক্কা। 

Feb 12, 2025, 13:00 PM IST
1/6

২৮ বছর পর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পিসিবি।      

2/6

প্রথম ম্যাচ

৮ দলীয় লড়াই হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ডকে নিয়ে একটি গ্রুপ। অপর গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি করাচিতে। মুখোমুখি আয়োজক পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড। 

3/6

বড়সড় ধাক্কা

কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই। বড়সড় ধাক্কা পেল ভারতীয় শিবিরে। মেগা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসের অন্যতম তারকা জশপ্রীত বুমরাহ।   

4/6

হর্ষিত রানা

তাঁর জায়গায় দলে নেওয়া হল তরুণ হর্ষিত রানাকে। 

5/6

National Cricket Academy in Bengaluru

সর্বভারতীয় সংবাদ সংস্থার দাবি, জশপ্রীত বুমরাহ National Cricket Academy in Bengaluru-তে প্র্যাকটিস করা শুরু করেছেন। প্রশ্ন এখানেই তাহলে কী ফিরছেন তিনি? পাশাপাশি BCCI ধীরে ধীরে বুমরাহর বোলিং লোড বাড়াচ্ছে। 

6/6

BCCI

যদিও এই প্রতিবেদনটি যখন লেখা হচ্ছে তখনও BCCI-এর তরফ থেকে অফিসিয়ালি যে টিম লিস্ট দেওয়া হয়েছে। সেখানে নেই বুমরাহর নাম। দলে জায়গা পেয়েছেন হর্ষিত রানা।