Home Image: 
Jio হোলি অফার ২০১৮: এই নম্বরে ফোন করলেই ১০ জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে জিও
Domain: 
Bengali
Home Title: 

Jio হোলি অফার ২০১৮: এই নম্বরে ফোন করলেই ১০ জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে জিও

English Title: 
Jio Holi Gift: 10 GB 4G Add On DATA To All It’s Jio Tv Users
Slide Photos: 

কী করবে হবে এই অতিরিক্ত ডেটা পেতে?
১. প্রথমে আপনার জিও কানেকশন থেকে ডায়াল করতে হবে ১২৯৯
২. এর পর এসএমএসে মিলবে কনফারমেশন। মাই জিও অ্যাপেও পরখ করতে পারবেন ডেটার বৈধতা।
৩. ১ মাসের মধ্যে ব্যবহার করতে হবে এই ডেটা
৪. দৈনিক ডেটা ব্যবহারের সীমা অতিক্রান্ত হলেই ব্যবহার করা যাবে এই ডেটা

 

তবে সেজন্য রয়েছে একটি শর্ত। জিও টিভি ব্যাবহারকারীরাই শুধু পাবেন এই ডেটা। অর্থাত্, ফোনে ইন্সটলড থাকতে হবে জিও টিভি অ্যাপ। 

হোলিতেও গ্রাহকদের বিমুখ করেনি জিও। রঙের উত্সবে গ্রাহকদের ১০ জিবি অ্যাড অন ডেটা দিচ্ছে তারা।

গ্রাহকদের প্রতি বরাবর সদয় জিও। নানা উপলক্ষে গ্রাহকদের উপহারের ঝুলি ভরিয়ে দেয় তারা। তা সে নববর্ষই হোক বা পুজো, জিওর মতো দরাজহস্ত আর কেউ নয়। তাই তো সব থেকে দ্রুত দেশের সব থেকে বড় নেটওয়ার্কের স্বীকৃতি পেয়েছে এই সংস্থা।