মধ্যবিত্তের জন্য কমদামের ল্যাপটপ Jio Book আনতে চলেছে Reliance
Mar 07, 2021, 16:33 PM IST
1/7
নিজস্ব প্রতিবেদন: মধ্যবিত্তের জন্য কমদামের ল্যাপটপ নিয়ে আসছে রিলায়েন্স জিও। low-cost “JioBook”-য়ের উপর কাজ করছে সংস্থা। অ্যান্ড্রয়েডের উপর ভিত্তি করে বানানো হবে ওপারেটিং সিস্টেম JioOS।
2/7
যার মধ্যে অবশ্যাই কাজ করবে জিওর যাবতীয় অ্যাপ। যাতে থাকবে 4G LTE।
photos
TRENDING NOW
3/7
ফোনের পাশাপাশি ২০১৮ সালে জানা যায় জিও ল্যাপটপ নিয়ে আসতে চলেছে। জিও ফোনের ঠিক যেমন দাম কম এবং তাতে যে একাধিক সুবিধা পাওয়া যায়, ঠিক তেমনই সুবিধা থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহালমহল।
4/7
jio book তৈরি করতে চিনা নির্মাণ কম্পানি Bluebank Communication Technology এর সঙ্গে জোট বেঁধেছে রিলায়েন্স জিও।
5/7
২০২১ সালেই এই jio book আসতে চলেছে জন সাধারণের হাতে।
6/7
তবে দাম কত হতে পারে, তা এখনও জানা যায়নি। ল্যাপটপে থাকছে ১৩৬৬X৭৬৮ পিক্সেল রেজোলিউশনের সঙ্গে Qualcomm Snapdragon 665 SoC-য়ে চলবে jio book। যাতে থাকবে ২ ও ৪ জিবি LPDDR4x RAM সঙ্গে ৩২ ও ৬৪ জিবির দুটি মডেলে পাওয়া যাবে।