1/6
IS হানায় নিহত ১৩ মার্কিন সেনা
নিজস্ব প্রতিবেদন: তালিবান কাবুলের দখল নেওয়ার পর আফগানিস্তান ছাড়তে শুরু করেন সাধারণ মানুষ। দেশ ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরে মানুষের ঢল নামে। সেই অবস্থায় কাবুলের Hamid Karzai International Airport-এ হামলা করে ইসলামিক স্টেটের শাখা সংগঠন IS-K জঙ্গি গোষ্ঠী। হামলার মৃত্যু হয় শতাধিক মানুষের। যাঁদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা ছিলেন। তাঁদের একজনের দেহ শনিবার হাতে পেল পরিবার।
2/6
জোহানি রোজারিও, U.S. Marine Sergeant
photos
TRENDING NOW
3/6
শেষ যাত্রায় ঘরের মেয়ে!
4/6
চোখের জলে বীরাঙ্গনাকে বিদায়
তাঁর ১২ বছরের ছেলেকে নিয়ে জোহানি রোজারিও (U.S. Marine Sergeant Johanny Rosario)-কে শেষ বিদায় জানাতে এসেছিলেন Mary Beth Chosse। তিনি বলেন, "আমাদের হিরোকে সম্মান জানাতে এসেছি।" এমনই আরও একজন হলেন Gavin. Chosse। তাঁর ছেলেও মার্কিন মেরিন সেনায় কর্মরত। তিনি বলেন, "বীরাঙ্গনা জোহানি রোজারিও-কে চিরকাল মনে রাখব।"
5/6
স্বপ্নের হাতছানি
6/6
Costs of War project রিপোর্ট
photos