kalipuja 2023: নিজের হাত নিজেই খসিয়ে এখানে কালী রাতারাতি হয়ে গেলেন 'জগন্নাথ'! কেন?
kalipuja in Nadia: চারহাত খসে কালী হয়ে গিয়েছিলেন জগন্নাথ! পাড়ার রথের জগন্নাথকে কালীমন্দিরে না রাখার জন্য। তারপর থেকে কালী-জগন্নাথ একই মন্দিরে থাকেন সারাবছর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চারহাত খসে কালী হয়ে গিয়েছিলেন জগন্নাথ! পাড়ার রথের জগন্নাথকে কালীমন্দিরে না রাখার জন্য। তারপর থেকে কালী-জগন্নাথ একই মন্দিরে থাকেন সারাবছর। শাস্ত্রমতে কালীপুজো হয়। জানা যায়, জগন্নাথদেবকে কিছু সময়ের জন্য তাদের কাছে রাখতে চেয়েছিলেন বানপুর রথ কমিটি, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে ও মন্দিরের আকার ছোট হওয়ায় বীরেন্দ্রকুমার চট্টোপাধ্যায় জগন্নাথদেবকে মন্দিরে রাখতে রাজি হন না। এতে মা কালী রুষ্ট হয়েছিলেন। পরের দিন সকালে তিনি দেখেন, মা কালীর চারটি হাত মাটিতে খসে পড়ে! তিনি বুঝতে পারেন, তাঁর ওই সিদ্ধান্তে মা কালী রুষ্ট হয়েছেন। তাই তিনি পুনরায় মায়ের মূর্তি গড়েন এবং পার্শ্ববর্তী রথ কমিটির জগন্নাথদেবকে তাঁর বাড়িতে নিয়ে আসেন। তারপর থেকে সমস্ত দেবদেবীর সঙ্গেই নিত্যসেবা হয়ে আসছে জগন্নাথের।