মোদীর নামে‘রুদ্রাভিষেক’প্রার্থনা, ১০ কুইন্টাল ফুলে সেজে খুলল কেদারনাথ

May 05, 2020, 16:44 PM IST
1/5

খুলল কেদারনাথ

খুলল কেদারনাথ

প্রতি বছর এই সময় গমগম করে মন্দির চত্বর। তবে এবার পরিস্থিতি অন্য। কেদারনাথ মন্দির চত্বর খা খা করছে। যদিও উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ৪ মে থেকে মন্দিরে দরজা খুলে দেওয়া হবে। হলও তাই। 

2/5

খুলল কেদারনাথ

খুলল কেদারনাথ

প্রধান পুরোহিতসহ ২০ জন মন্দিরের দরজা খোলার পুজো করেন। এর পর সকাল ৬টা বেজে ১০ মিনিটে শিবের মূর্তি গাঁদা ফুলে সাজিয়ে পুজোর আচার শুরু করা হয়। তবে মন্দিরের বাইরে ভক্তদের সমাগম দেখতে পাওয়া যায়নি। 

3/5

খুলল কেদারনাথ

খুলল কেদারনাথ

মন্দিরের দরজা খোলার পর ‘রুদ্রাভিষেক’প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। মন্দিরের প্রধান পুরোহিত জানিয়েছন, করোনা সংক্রমণের জেরে এই বছর দর্শন প্রার্থনা করা সম্ভব হয়নি।

4/5

খুলল কেদারনাথ

খুলল কেদারনাথ

১০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল মন্দির চত্বর। তবে করোনার সংক্রমণের আশঙ্কায় আপাতত কোনও দর্শনার্থীর মন্দিরের ভিতরে প্রবেশের অনুমতি নেই। 

5/5

খুলল কেদারনাথ

খুলল কেদারনাথ

চার ধামের একটি হল কেদারনাথ। বাকি তিনটি— বদ্রিনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। অন্য বছর হলে এই সময় চারধাম দর্শনের জন্য দর্শনার্থীদের ঢল নামত। কিন্তু এবার করোনার জন্য কোথাও কোনও ভিড় নেই।