মঙ্গলবার থেকে মদ কিনলে দিতে হবে ৭০% 'করোনা ফি', ঘোষণা কেজরীবাল সরকারের

May 05, 2020, 12:34 PM IST
1/5

সোমবার থেকে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে প্রশাসন। আর তার ফলেই দোকানে দোকানে ভিড় উপচে পড়েছে সুরাপ্রেমীদের। রেশনের দোকানের থেকেও লম্বা লাইন পড়েছে মদের দোকানের সামনে। এবার সেই ভিড় কমাতে ও তার আর্থিক ফায়দা তুলতে মদের দামের সঙ্গে 'করোনা ফি' যোগ করল কেজরীবাল সরকার। 

2/5

মোট ৭০ শতাংশ অতিরিক্ত কর করোনা ফি হিসেবে দিতে হবে মদ কেনার সময়। অর্থাৎ ১০০০ টাকা যে মদের দাম, তা কিনতে খরচ করতে হবে ১৭০০ টাকা। সোমবার রাতেই এই নিয়ম জারি করেছে দিল্লি সরকার। 

3/5

আর এর ফলেই এক ঢিলে দুই পাখি মারল কেজরিবাল সরকার। এর ফলে মদের দোকানে কিছুটা হলেও ভিড় কম করা সম্ভব। পাশাপাশি রাজস্বের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। 

4/5

 রাজস্বের পরিমাণ বেশি হওয়ায় কোন‌ও সরকারের আয়ের ক্ষেত্রে মদের বিক্রি বেশ গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস পরিস্থিতিতে সংকটে দিল্লির আয়। সোমবার অরবিন্দ কেজরীবাল জানান, গত বছর এপ্রিলে দিল্লি সরকারের আয় ছিল ৩,৫০০ কোটি টাকা। চলতি বছর এপ্রিলে তা কমে মাত্র ৩০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। 

5/5

নিয়মমাফিক সকাল ৯ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান।