Home Image: 
কিস ডে: চুমু খাওয়ার ধরন বলে দেবে আপনার সম্পর্কের রসায়ন
Domain: 
Bengali
Home Title: 

কিস ডে: চুমু খাওয়ার ধরন বলে দেবে আপনার সম্পর্কের রসায়ন

English Title: 
Kiss Day: Know about Different types of kiss
Slide Photos: 
kiss day

কপালে চুম্বন: কারুর প্রতি ভালবাসা প্রকাশ করতে হলে এর দ্বিতীয় বিকল্প নেই। কপালে চুমু খাওয়ার অর্থ আপনার সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস অর্জনের একটি দিক।

kiss day

বাটারফ্লাই কিস: যখন দুজন মোহাচ্ছন্ন হয়ে একে অপরের খুব কাছে চলে আসেন এবং দুজনের চোখের পাতা খুব কাছাকাছি চলে আসে, কিসের এই ধরণকে বাটার ফ্লাই কিস বলে। 

kiss day

লিজার্ড কিস: কিস লিস্টের সব থেকে হট কিসের তালিকায় জনপ্রিয় একটি কিস। খুব দ্রুত জিভ মুখের ভিতরে যায় আবার বাইরে আসে,অত্যন্ত প্যাশনেট কিস, সম্পর্কের রসায়নকে অন্য মাত্রা দেবে।

 

kiss day

নেক কিস: বহুদিন ধরে সম্পর্কে থাকার ফলে দুজনের মধ্যে তৈরি হয়ে যায় একটা কোম্ফর্টজোন, এই সময় অনেকেই ইন্টিমেট হয়ে এই ধরণের চুমু খেয়ে থাকেন, যা তৈরি করে এক রোম্যান্টিক মুহুর্ত। 

kiss day

ভালবাসায় উষ্ণতা জাগাতে চুমুর থেকে ভাল কিছু হতেই পারেনা! চুমু দিবস নিয়ে হইচইকম হয়না, সম্পর্কে আছেন বহুদিন, ঘনিষ্ট মুহূর্তও এসেছে অনেক কিন্তু জানেন কী কত ধরণের চুমু আছে?

ফ্রেঞ্চ কিস: সব থেকে জনপ্রিয় বলে মনে করা হয় এই 'kiss' কে, খুবই গভীর এফেক্ট পড়ে সম্পর্কে কারণ কিসের মাধ্যমে একে অপরের খুব কাছাকাছি চলে আসেন, একজনের জিভ অন্যজনের জিভকে স্পর্শ করে।

Publish Later: 
No
Publish At: 
Thursday, February 13, 2020 - 14:16
Mobile Title: 
কিস ডে: চুমু খাওয়ার ধরন বলে দেবে আপনার সম্পর্কের রসায়ন
Facebook Instant Gallery Article: 
No
Edited By: 
Sudip Dey