EXPLAINED | KL Rahul: অ্যাডিলেড কি অনিশ্চিত রাহুল? কেন সাংবাদিকদের বললেন, 'আমি প্রথম একাদশেই...'!

KL Rahul Asked About Batting Role In Adelaide Test: অ্যাডিলেড কি অনিশ্চিত কেএল রাহুল! কেন তাহলে সাংবাদিকদের বললেন যে, তিনি শুধু ভাবছেন প্রথম একাদশ নিয়ে!

Dec 04, 2024, 17:57 PM IST
1/5

রোহিত শর্মা

Rohit Sharma

পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল নেতৃত্বের গুরুভার। তাঁর অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-০ এগিয়ে গিয়েছে। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড দিন-রাতের টেস্ট শুরু।

2/5

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

 KL Rahul In IND vs AUS 1st Test

পারথে রোহিতের অনুপস্থিতিতে কেএল রাহুল ওপেন করেছিলেন যশস্বী জয়সওয়ালের সঙ্গে। দুই ইনিংসে যথাক্রমে ২৬ ও ৭৭ রানের ইনিংস খেলেছিলেন। এখন প্রশ্ন রোহিত চলে এসেছেন দলে। তাহলে রাহুলের অ্যাডিলেডে কোন পজিশনে  ব্যাট করবেন? তাঁকে নিয়েই কি দল হচ্ছে? তিনি কি থাকছেন প্রথম একাদশে?  

3/5

ভারত বনাম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী একাদশ

IND vs AUS PM XI

পারথে নামার আগে রোহিতরা যদিও ওয়ার্ম-আপ সেরেছিলেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজির দলের বিরুদ্ধে। এই গা ঘামানোর খেলায় কিন্তু রাহুলই ওপেন করেছিলেন। চারে নেমেছিলেন রোহিত। তাহলে কি অ্যাডিলেড কি রাহুলই ওপেন করবেন?   

4/5

অ্যাডিলেড টেস্টে রাহুলের পজিশন

KL Rahul In Adeilade Test

রাহুলের কাছে প্রশ্ন ছিল যে, অ্যাডিলেড কোন পজিশনে তিনি ব্যাট করবেন? রাহুল উত্তরে বলেন, 'যে কোনও জায়গায় করতে পারি, সে ওপেনিং হোক বা মিডল অর্ডার! যে কোনও জায়গা মানে যে কোনও জায়গা। সত্য়ি বলতে আমি স্রেফ প্রথম একাদশেই থাকতে চাই। মাঠে নেমে দলের জন্য় খেলতে হবে।'

5/5

রাহুল তাঁর ফ্লোটার পজিশন নিয়ে কথা বলেছেন

KL Rahul On his Batting Position

আমি অতীতে অনেক পজিশনে ব্যাট করেছি। আগে চ্য়ালেঞ্জিং বলে মনে হত। টেকনিক্যালি নয়, তবে মানসিকভাবে। প্রথম ২০-২৫ বল কীভাবে খেলতে হবে এটা নিয়েই। মনের মধ্য়ে ঘুরত, কত তাড়াতাড়ি আক্রমণ করতে পারব? আমার কতটা সতর্ক থাকা দরকার? শুরুতে এই বিষয়গুলি আমার কাছে কৌশলী ছিল। কিন্তু এখন যেহেতু আমি টেস্ট এবং ওডিআই-তে সব জায়গায় খেলে খেলেছি, ফলে একটা ধারণা হয়ে গিয়েছে যে, আমি কীভাবে আমার ইনিংস খেলতে চাই! দেখুন আমি টপ অর্ডারে ব্যাট করি বা মিডল অর্ডারে। আমি যদি শুরুতে প্রথম ৩০-৪০ বল ম্যানেজ করে নিতে পারি, তাহলে সবকিছুই আমার নিয়মিত ব্যাটিংয়ের মতো মনে হয়। এদিকেই আমি ফোকাস করার চেষ্টা করি।'