EXPLAINED | India A vs Australia A: ১৬১ রানে খেল খতম! অস্ট্রেলিয়ায় থরহরিকম্প ভারতের... রাহুল শুনলেন, 'ব্র্যাডম্যান নও'

KL Rahul Fails For India A Ahead Of Australia Tests: চূড়ান্ত ট্রোলড হচ্ছেন কেএল রাহুল! ১৬১ রানে শেষ ভারতের ইনিংস  

Nov 07, 2024, 14:09 PM IST
1/6

ভারত বনাম নিউ জিল্যান্ড

IND VS NZ

এক-দুই নয়, পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে চর্চায় শুধুই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার! 

2/6

ভারত বনাম অস্ট্রেলিয়া

India vs Australia

২২ নভেম্বর থেকে শুরু মহাযুদ্ধ। আপাতত সেদিকেই সকলের চোখ। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি। অজিদের বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারতের ভরাডুবি দেখার পরেই অনেকে বলতে শুরু করে দিয়েছেন যে, ভারত গো হারা হারবে ডনের দেশে!

3/6

ইন্ডিয়া এ বনাম অস্ট্রেলিয়া এ

India A vs Australia A

মহারণে নামার আগে গা ঘামাচ্ছে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে  ইন্ডিয়া এ ও অস্ট্রেলিয়া এ চারদিনের বেসরকারি টেস্ট খেলছে। প্রথম টেস্ট অস্ট্রেলিয়া ৭ উইকেটে জিতেছিল। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় বেসরকারি টেস্ট। ইন্ডিয়া এ প্রথম দিনই হামাগুড়ি দিল মেলবোর্নে। মাত্র ১৬১ রানে গুটিয়ে গেল প্রথম ইনিংস! মিসেল নেসার ৪ উইকেট নিয়েছেন। ৩ উইকেট নিয়েছেন বিউ ওয়েবস্টার। অস্ট্রেলিয়া ব্য়াট হাতে মাঠে নেমে পড়েছে। ৫৩ রানে তাদের ২ উইকেট চলে গেছে। ১০৮ রানে পিছিয়ে অজিরা।   

4/6

কেএল রাহুল ও ধ্রুব জুরেল

KL Rahul and Dhrub Jurel

বর্ডার-গাভাসকর ট্রফির আগে কেএল রাহুল ও ধ্রুব জুরেলকে ম্য়াচ প্র্যাকটিস দেওয়ার জন্য, জাতীয় দলের নির্বাচকরা তাঁদের জুড়ে দিয়েছেন ইন্ডিয়া এ ও অস্ট্রেলিয়া এ দলের দ্বিতীয় বেসরকারি টেস্টে। দলের ভরাডুবিতেও জুরেল মান রেখেছেন। তরুণ উইকেটকিপার-ব্যাটার ছয়ে নেমে ঝকঝকে ৮০ রানের ইনিংস খেলেছেন। যেখানে দলের বাকি ব্য়াটাররা দাঁড়াতেই পারলেন না, সেখানে জুরেল ১৮৬ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছয় মেরেছেন। 

5/6

কেএল রাহুলকে নিয়ে ফের সমালোচনা শুরু

KL Rahul Fails For India A

অভিমন্য়ু ঈশ্বরনের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রাহুল। অভিমন্য়ু এদিন খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন। অন্য়দিকে রাহুল ৪ বলে ৪ রান করে ক্য়াচ আউট হয়ে গিয়েছেন। রাহুল ফিরতেই নেটপাড়া শুরু হয়েছে চূড়ান্ত ট্রোলিং। রাহুলকে বলা হল যে, 'ব্র্যাডম্যান নও'!

6/6

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের স্কোয়াড

India's Squad For Border-Gavaskar Trophy

রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) , আর অশ্বিন, আর জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।