8th Pay Commission: অষ্টম পে কমিশনে বিপুল বাড়বে বেতন, ন্যূনতম পেনশন কত হবে, জেনে নিন

Jan 18, 2025, 17:28 PM IST
1/5

অষ্টম পে কমিশন

অষ্টম পে কমিশন

অষ্টম পে কমিশন লাগু হবে আগামী বছর ১ জানুয়ারি থেকে। ফলে বাড়াবে বেসিক বেতন, ডিএ  ও পেনশন। এর ফেল উপকৃত হবেন কেন্দ্র সরকারের অধীনে চাকরি করেন বা করতেন এমন সব ব্যক্তির পরিবারবর্গ। তালিকায় রয়েছে ১ কোটি পরিবার।

2/5

ইউপিএস

ইউপিএস

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে বেতন পান তা সপ্তম পে কমিশন অনুযায়ী। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে এই বেতন কাঠামো লাগু হয়। এবার অষ্টম বেতন কাঠামোয় বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে ইউনাইটেড পেনশন স্কিম।

3/5

বাড়বে পেনশন

বাড়বে পেনশন

২০২৫ সালের ১ এপ্রিল এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার। পুরনো পেনশন স্কিম ও নতুন পেনশন স্কিম মিলিয়ে এটি তৈরি করা হয়। এতে অবসরপ্রাপ্তদের পেনশনের পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে।

4/5

ইউপিএস লাগু

ইউপিএস লাগু

ইউনাইটেড পেনশন স্কিম লাগু হতে পারে এবছর ১ এপ্রিল থেকে।  এই প্রকল্পে ন্যূনতম পেনশন হবে ১০,০০০ টাকা। তবে এক্ষেত্রে কোনও কর্মচারীকে কমপক্ষে ১০ বছর চাকরি করতে হবে। পেনশনভোগীর মৃত্য হলে তার পরিবার পাবে তার পেনশনের ৬০ শতাংশ।

5/5

ন্যূনতম পেনশন

ন্যূনতম পেনশন

নতুন বেতন কাঠামোয় ন্যূনতম বেতন হতে পারে ৫১,৪৮০ টাকা। এক্ষেত্রে কার্যকালের পূর্ণ মেয়াদ শেষ করা কোনও ব্যক্তি পেতে পারেন ১৭,২৮০ টাকা থেকে ২৫,৭৪০ টাকা।