গুয়াহাটিতে বিরাট রেকর্ড কোহলির, সামনে নতুন রেকর্ডের হাতছানি

| Oct 22, 2018, 13:45 PM IST
1/10

1

গুয়াহাটিতে বিরাট রেকর্ড কোহলির, সামনে নতুন রেকর্ডের হাতছানি

# রবিবার গুয়াহাটিতে একদিনের ক্রিকেটে ৩৬ তম শতরান করেন বিরাট কোহলি। ১৪০ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক। চলতি বছরে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ২০৯৮ রান করলেন বিরাট কোহলি।  

2/10

2

গুয়াহাটিতে বিরাট রেকর্ড কোহলির, সামনে নতুন রেকর্ডের হাতছানি

# এখন পর্যন্ত ১০ টি টেস্টে ১০৬৩ রান, ১০টি একদিনের ম্যাচে ৮৮৯ রান এবং ৭টি টি-টোয়েন্টি ম্যাচে ১৪৬ রান করেছেন বিরাট কোহলি।  

3/10

3

গুয়াহাটিতে বিরাট রেকর্ড কোহলির, সামনে নতুন রেকর্ডের হাতছানি

# পরিসংখ্যান অনুযায়ী, টানা তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রান করলেন বিরাট কোহলি। এর আগে এই কৃতিত্ব রয়েছে আরও তিন জনের।

4/10

4

গুয়াহাটিতে বিরাট রেকর্ড কোহলির, সামনে নতুন রেকর্ডের হাতছানি

# ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর পর তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রান করেন সচিন তেন্ডুলকর।

5/10

5

গুয়াহাটিতে বিরাট রেকর্ড কোহলির, সামনে নতুন রেকর্ডের হাতছানি

# ২০০২-২০০৪ তিন ক্যালেন্ডার বছরে ২০০০ রান করে করেন অজি ওপেনার ম্যাথু হেডেন।

6/10

6

গুয়াহাটিতে বিরাট রেকর্ড কোহলির, সামনে নতুন রেকর্ডের হাতছানি

# ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত পর পর তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রান করেন ইংল্যান্ডের জো রুট।

7/10

7

গুয়াহাটিতে বিরাট রেকর্ড কোহলির, সামনে নতুন রেকর্ডের হাতছানি

# ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান করেছেন শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা(২৮৬৮)

8/10

8

গুয়াহাটিতে বিরাট রেকর্ড কোহলির, সামনে নতুন রেকর্ডের হাতছানি

# সাঙ্গাকারাকে টপকাতে বিরাটের প্রয়োজন আর মাত্র ৭৭১ রান। ২০১৮ সালে বিরাটের হাতে রয়েছে এখনও ১৩টি ম্যাচে ১৬টি ইনিংস।

9/10

9

গুয়াহাটিতে বিরাট রেকর্ড কোহলির, সামনে নতুন রেকর্ডের হাতছানি

# এক ক্যালেন্ডার বর্ষে ৩০০০ রানের নজির স্পর্শ করতে বিরাটের প্রয়োজন ৯০২ রান।

10/10

10

গুয়াহাটিতে বিরাট রেকর্ড কোহলির, সামনে নতুন রেকর্ডের হাতছানি

# অধিনায়ক হিসেবে পর পর দুই বছর ২০০০ রান করার নজির একমাত্র বিরাট কোহলির রয়েছে। এই নজির আর কোনও অধিনায়কের নেই।