Kanchan Mullick: ২৪ ঘণ্টায় সুর বদল! দিনের শেষে ডাক্তার অপমানে ‘লজ্জিত-দুঃখিত, ক্ষমাপ্রার্থী’ কাঞ্চন

Kolkata Doctor Rape and Murder: তৃণমূলের ধর্নামঞ্চ থেকে তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন, 'অনেকেই শুনছি দুর্গাপূজার অনুদান নেবেন না। ভালো কথা। যারা কর্মবিরতি করছেন বা শাসক দলের বিরুদ্ধে বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো? নাকি নিচ্ছেন না? পুজোর বোনাসটা নেবেন তো? আমাদের শিল্পী যারা আছেন, তারা যারা সরকারি পুরস্কার ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন তো? বলুন ফেরত দিয়ে দিচ্ছি'।'

| Sep 03, 2024, 09:10 AM IST
1/6

ক্ষমাপ্রার্থী কাঞ্চন

Kanchan Mullick

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্নামঞ্চ থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্যের ২৪ ঘণ্টা না পেরোতেই এবার ক্ষমা চাইলেন কাঞ্চন মল্লিক। সোমবার রাতের দিকে একটি ভিডিও পোস্ট করেন কাঞ্চন মল্লিক। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'গতকাল (রবিবার) একটি ধর্নামঞ্চে আমি কিছু মন্তব্য করে ফেলি যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয় এবং আমি সেই কারণেই আজকে এই ভিডিওটা করছি।'

2/6

ক্ষমাপ্রার্থী কাঞ্চন

Kanchan Mullick

'আমি আপনাদের জানাই যে, যা করেছি তাে অত্যন্ত লজ্জিত ও দুঃখিত। আমি কোনও সাফাই গাওয়ার জন্য আসিনি। বিশ্বাস করুন, অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, আমার বাড়িতেও বয়ষ্ক মা ছিলেন, একজন আছে যাকে লাইফসাপোর্টে রাখতে হয়। আমি জানি ডাক্তারদের গুরুত্ব কতটা।'

3/6

ক্ষমাপ্রার্থী কাঞ্চন

কাঞ্চন আরও বলেন, 'ডাক্তার আমার কাছে সত্যিই ভগবান স্বরূপ। অন্তর থেকে বলছি আমি জুনিয়র সিনিয়র, ডাক্তারদের কোনও ভেদাভেদ করতে চাইনি। আন্দোলনকারী চিকিৎসকেদের এই আন্দোলন ২০০০ শতাংশ যুক্তিসঙ্গত ও ন্যায়সঙ্গত। তাঁদের আন্দোলনকে আমি কোনওভাবে ছোট করতে চাই না, আমার স্বপ্নেও আসে না এই কল্পনা। আমি জনপ্রতিনিধি হিসেবে বা শিল্পী হিসেবে না একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি একজন সন্তানের পিতা হিসেবে বলছি, আমার বাড়ির বোন-স্ত্রী-কন্যা সবটা নিয়েই বলছি, সত্যিই আমরা সকলেই বিচার চাই। আমি চাই দোষীদের কঠোরতম শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক।'

4/6

ক্ষমাপ্রার্থী কাঞ্চন

Kanchan Mullick

দীর্ঘ সাড়ে ৬ মিনিটের ভিডিওয় অভিনেতা বলেন, 'আমার এই মন্তব্যের পর আমার কর্মজগতের অনেক বন্ধু, অনেক সাংবাদিক বন্ধু, অনেক ডাক্তার বন্ধু আমাকে ফোন করেছেন। ফোন করাটাই সঙ্গত। তাঁরা বলেছেন, আমি মাথা পেতে স্বীকার করেছি যে হ্যাঁ আমার ভুল হয়েছে। আমার কাজের কোনও যুক্তি নেই। তবে একটা কথা বলছি, আমি লজ্জিত। আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।'

5/6

ক্ষমাপ্রার্থী কাঞ্চন

<p><iframe allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowfullscreen="true" frameborder="0" height="476" scrolling="no" src="https://www.facebook.com/plugins/video.php?height=476&amp;href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fkanchan.mullick.73%2Fvideos%2F914229367206072%2F&amp;show_text=false&amp;width=264&amp;t=0" style="border:none;overflow:hidden" width="264"></iframe></p>

 

তৃণমূলের ধর্নামঞ্চ থেকে তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন, 'অনেকেই শুনছি দুর্গাপূজার অনুদান নেবেন না। ভালো কথা। যারা কর্মবিরতি করছেন বা শাসক দলের বিরুদ্ধে বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো? নাকি নিচ্ছেন না? পুজোর বোনাসটা নেবেন তো? আমাদের শিল্পী যারা আছেন, তারা যারা সরকারি পুরস্কার ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন তো? বলুন ফেরত দিয়ে দিচ্ছি'।' বিতর্কের সূত্রপাত এখানেই। 

6/6

ক্ষমাপ্রার্থী কাঞ্চন

Kanchan Mullick

সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় ওঠে। তাঁর স্ত্রী শ্রীয়মী চট্টোরাজ আগেই তার জন্য ক্ষমা চেয়ে নেন। কিন্তু সুদীপ্তা চট্টোপাধ্যায়, পরমব্রত, সুজন মুখোপাধ্যায়ের মতো শিল্পী বন্ধুরা তীব্র নিন্দা করে। নাম না করে কটাক্ষ করে ঋত্বিক চক্রবর্তী।