কমিশনারের বাড়ির সামনে জোর করে সিবিআই কর্তাদের আটক করল পুলিস
Feb 03, 2019, 19:03 PM IST
1/5
সিবিআই আধিকারিকদের নজিরবিহীনভাবে আটক করে থানায় নিয়ে গেল কলকাতা পুলিস। আর তখনই সিবিআই আধিকারিকদের সঙ্গে হাতাহাতি লেগে যায় সিবিআই কর্তাদের। টানতে টানতে নিয়ে গাড়িতে পোরা হয় সিবিআই আধিকারিকদের।
2/5
সিবিআই আধিকারিকদের আটক করে নিয়ে যাওয়া হয় শেক্সপিয়র থানায়। সিবিআই কর্তারা যেতে চাইছিলেন না, তখন জোর করে টানতে টানতে নিয়ে যাওয়া হয় তাঁদের। এমনকি সিবিআইয়ের গাড়ির চালককে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হয় থানায়।
photos
TRENDING NOW
3/5
রবিবার সন্ধেয় কলকাতা পুলিস কমিশনার রাজীব কুমারের লউডনস্ট্রিটের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। তল্লাশি করারও কথা ছিল। কিন্তু আগাম জানতে পেরে পুলিস কমিশনারের বাড়ির সামনে জড়ো হন পুলিস কর্মীরা। বাধা দেওয়া হয় পুলিস কর্মীদের। স্থানীয় থানায় যেতে নির্দেশ দেওয়া হয়।
4/5
সিবিআই অফিসারদের বলা হয়, আপনারা থানায় যান। সেখানে নথিপত্র খতিয়ে দেখার পর রাজীব কুমারের সঙ্গে দেখা করতে পারবেন। পুলিস নিশ্চিত হতে চাইছে, সমস্ত নথি হাতে রয়েছে সিবিআইয়ের। সিবিআই ডিএসপি বর্ধনের সঙ্গে সঙ্গে কথাবার্তা চালান পুলিস আধিকারিকরা।
5/5
সিবিআইয়ের একটি দল শেক্সপিয়র থানায় গিয়ে কথা বলতে যান। সিবিআই স্পষ্ট জানিয়েছে, যে কাজ করতে এসেছেন, সেটা সম্পূর্ণ করেই যাবেন। তারা নিয়ম মেনেই এসেছেন।