Tangra Murder Case Update: এক সপ্তাহ আগেই গোটা পরিবারকে শেষের সিদ্ধান্ত! জেরায় চাঞ্চল্যকর দাবি এক ভাইয়ের...

Kolkata Tangra Murder Case:  পুলিস সূত্রে দাবি, পায়েস খেয়ে বাড়ির ছোট মেয়ে, ছাড়া আর কারও মৃত্যু হয়নি। তারপরই ২ স্ত্রী ও কিশোরকে খুনের সিদ্ধান্ত। 

Feb 22, 2025, 11:40 AM IST
1/6

অয়ন ঘোষাল: ঘটনার এক সপ্তাহ আগেই গোটা পরিবারকে শেষ করার সিদ্ধান্ত পরিবারের দুই কর্তা প্রণয়-প্রসূনের। পুলিস সূত্রে খবর, কীভাবে নিজেদের শেষ করা হবে তা নিয়ে আলোচনা হয় দফায় দফায়।  

2/6

১৭ ফেব্রুয়ারি বিষাক্ত পায়েস খেয়ে পরিবারের ৬ জনের আত্মহত্যার সিদ্ধান্ত নেয় দুই ভাই। রেডিমেড বিষের বদলে একাধিক বিভিন্ন ওষুধ বিভিন্ন মাত্রায় পায়েসে মেশানোর সিদ্ধান্ত। যেগুলির মিশ্রণে শরীরে বিষক্রিয়া হয়ে থাকে।  

3/6

বিষে মৃত্যু না হওয়ায় দুই বধু কে হাতের শিরা ও নলি কেটে হত্যার সিদ্ধান্ত দুই ভাইয়ের। প্রসূন-রোমির নাবালিকা মেয়েকে বিষ মেশানো পায়েস খাইয়ে হত্যা। পায়েসে ওষুধের তীব্র কটু গন্ধ থাকায় ওষুধ পায়েস খেতে রাজি না হয় টেনে হিঁচড়ে জোর করে পায়েস খাওয়ানো হয়। 

4/6

১৭ তারিখ মঙ্গলবার, ওষুধ মেশানো পায়েস খেয়ে সিদ্ধান্ত নেয় গোটা পরিবার। কিন্তু, পায়েস খেয়ে বাড়ির ছোট মেয়ে, ছাড়া আর কারও মৃত্যু হয়নি। তারপরই ২ স্ত্রী ও কিশোরকে খুনের সিদ্ধান্ত। খুনের মুহূর্তে জেগে যায় নাবালক।

5/6

তারপরই নাবালককে নিয়ে বাড়ি থেকে বেরোয় প্রণয়-প্রসূণ। তিনজন বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্যার পরিকল্পনা নেন। পুলিস সূত্রে দাবি, ট্যাংরাকাণ্ডে জিজ্ঞাসাবাদে এমনটাই দাবি করেছেন দুই ভাই-এর একজন। 

6/6

পুলিস সূত্রে খবর, ১ ভাই প্রণয় এবং তার নাবালক পুত্র অনেকটাই সুস্থ। তারা বিস্তারিত জিজ্ঞাসাবাদের মতো শারীরিক অবস্থায় আছেন। দ্বিতীয় ভাই প্রসূণ চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন। তিনিও সুস্থ হয়ে কথা বলার মতো অবস্থায় পৌঁছালে তাকেও বিশদে জিজ্ঞাসাবাদ করা হবে।