Kolkata Tangra Murder Case: শুধু মৃত্যুর খবর সবার কাছে পৌঁছানোর জন্যই কি... ট্যাংরাকাণ্ডে উঠছে ভয়ংকর প্রশ্ন!

Tangra Deaths: ১৮ ফেব্রুয়ারি সকালে পাওনাদারদের ডাকার উদ্যেশ্য কী? বাড়ি বন্দক, ১৫-২০ কোটি টাকা দেনা, কিন্তু.... ট্যাংরা সুইসাইড কাণ্ডে এখনও ধন্ধে পুলিস। 

Feb 21, 2025, 11:50 AM IST
1/7

বাড়িতে পাওনাদারদের কেন ডাকা হয়?

Tangra Murder Case

অয়ন ঘোষাল: ১৮ ফেব্রুয়ারি সকালে পাওনাদারদের ডাকার উদ্যেশ্য কী? শুধুই কি মৃত্যুর খবর যাতে সবার কাছে পৌঁছয় সেই উদ্দেশ্য? ট্যাংরার অতুল শূর রোডে ২ মহিলা ও এক নাবালিকার মৃত্যুর ঘটনায় রহস্য ও ধোঁয়াশা বেড়েই চলেছে। 

2/7

উদ্দেশ্য কী ছিল?

Tangra Murder Case

ব্যবসার জন্য ৬টা এজেন্সি থেকে কোটি কোটি টাকা লোন নিয়েছিল ২ ভাই প্রসূন দে ও প্রণয় দে। ব্যবসায় আসলে যতটা টার্ন ওভার তার থেকে বেশি টার্ন ওভার দেখিয়ে একাধিক জায়গা থেকে লোন। 

3/7

ট্যাংরাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Tangra Murder Case

সূত্রের খবর, কারখানা লিজে নেওয়া। সেই ভাড়া মেটাতে পারছিলেন না। বাজারে ১৫ থেকে ২০ কোটি টাকা দেনা। এমনকী বাড়ি একটি ব্যাঙ্কের কাছে মর্টগেজ। 

4/7

বিষ পায়েস খেয়েই ট্যাংরায় আত্মঘাতী ৩

Tangra Murder Case

এরপরেও জীবন যাপন বিলাসবহুল ছিল। একাধিক বিদেশ ভ্রমণের প্রমান মিলেছে। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট বলছে, ৩টি মৃত্যুর সময় সম্ভবত শেষ খাবার খাওয়ার ৩ থেকে ৬ ঘণ্টার মধ্যে। ময়নাতদন্ত হওয়ার ৩৬ থেকে ৪৮ ঘণ্টা আগে।  

5/7

পুলিস এখনও ধন্ধে...

Tangra Murder Case

রাতে দরজা লক করে বেরিয়েছিলেন পুরুষ সদস্যরা। গাড়ির গিয়ার বক্সের পিছনে গাঢ় নীল রঙের জামার বোতাম পাওয়া গিয়েছে।দুর্ঘটনার মুহূর্তে গাড়ির গতিবেগ ১০০ কিলোমিটার। গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি। 

6/7

ট্যাংরাকাণ্ডে নয়া তথ্য...

Tangra Murder Case

গাড়ির ভিতর থেকে পাওয়া গিয়েছে চাবির গোছা। তাতে ১২ টি চাবি রয়েছে। এটি চিত্ত নিবাসের সদর দরজার চাবির গোছা। 

7/7

সামনে এল আরও বড় ঘটন

Tangra Murder Case

দুর্ঘটনাগ্রস্ত গাড়ির জিপিএস লোকেশন ট্র্যাক করছে পুলিস। গাড়ির ইনবিল্ট গুগল লোকেশন ট্র্যাকার পরীক্ষা করছে ফরেনসিক বিভাগ কোন কোন লোকেশন মারা হয়েছিল? কোথায় কতক্ষন থামা হয়েছিল? বোঝার চেষ্টা পুলিসের।