শুক্রবার মধ্যরাতে এক তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, সংঘর্ষে গুরুতর আহত আরও বেশ কয়েকজন। শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল কুলতুলি মইপিঠ এলাকা।
2/5
শুক্রবার মাঝরাতে ত়ৃণমূল কর্মী অশ্বিনী মান্নাকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে এসইউসিআই-যুবর সদস্যদের বিরুদ্ধে। সংঘর্ষে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, তা নিয়ে এলাকায় চাপা উত্তেজনা ছিল।
photos
TRENDING NOW
3/5
এরই মধ্যে মইপিঠ এলাকার এসইউসিআইৃ-র জেলা কমিটির সদস্য সুধাংশু জানার ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটি পরিত্যক্ত বাড়ি থেকে। ঘটনায় পরিবারের তরফে তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে।
4/5
অভিযোগ, প্রথমে সুধাংশু জানার বাড়িতে হামলা হয়। ভাঙচুরের পর জ্বালিয়ে দেওয়া হয় বাড়ি। এরপর তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
5/5
ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা কুলতুলিতে। পরিস্থিতি সামলাতে এলাকায় পুলিস ও র্যাফের টহল। এলাকার তৃণমূল ব্লক সভাপতি বলেন, "এসইউসিআই-র কর্মীরাই আমাদের কর্মীকে খুন করেছে, বাকি ঘটনার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। প্রতিবাদ জানিয়েছে সাধারণ মানুষই। "