Kunal Ghosh: 'বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক...' বড়সড় জল্পনা উসকে দিলেন কুণাল ঘোষ!

Kunal Ghosh greets Abhishek Banerjee:  অভিষককে 'পরিণত' ও 'ধারালো' বলে প্রশংসা গুণমুগ্ন কুণালের।  

Nov 06, 2024, 17:38 PM IST
1/5

অভিষেককে 'ভাবী মুখ্যমন্ত্রী' সম্বোধন!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামিকাল জন্মদিন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। ৩৭ বছরে পা দেবেন তরুণ তুর্কী নেতা। আর তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে 'ভাবী মুখ্যমন্ত্রী' বলে সম্বোধন করলেন কুণাল ঘোষ। আর তাঁর এই পোস্ট সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। 

2/5

অভিষেককে 'ভাবী মুখ্যমন্ত্রী' সম্বোধন!

সোশ্যাল মিডিয়ায় এদিন কুণাল ঘোষ লেখেন, "রাত পোহালেই @abhishekaitc-এর জন্মদিন। খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, চোখের সমস্যাটা একদম ঠিক হয়ে যাক। কম বয়সেই যোগ্য নেতৃত্বের যে ছাপ অভিষেক রাখছে, সময়ের সঙ্গে তা আরও ব্যাপকতর হতে থাকুক।"

3/5

অভিষেককে 'ভাবী মুখ্যমন্ত্রী' সম্বোধন!

আরও লেখেন, "আমি নিজে সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, এই উদীয়মান তারকার উপর গুরুত্বসহ নজর রাখবই। বয়সে ছোট, কিন্তু যতদিন আমি তৃণমূলে সক্রিয় থাকব, ও আমার নেতা। তার বাইরে স্নেহ করি, ভালোবাসি। মমতাদিকে দীর্ঘকাল দেখেছি, এখন অভিষেককেও দেখছি। দ্রুত আরও পরিণত হচ্ছে। আবেগের সঙ্গে মিশছে আধুনিক পদ্ধতি, প্রযুক্তি। আরও ধারালো হচ্ছে অভিষেক।"

4/5

অভিষেককে 'ভাবী মুখ্যমন্ত্রী' সম্বোধন!

এরপরই কুণালের ভবিষ্যদ্বাণী, "সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারী।" 

5/5

অভিষেককে 'ভাবী মুখ্যমন্ত্রী' সম্বোধন!

কুণালের কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় "মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্ব চলতে থাকুক, আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে।"