BCCI AGM: বিসিসিআই-তে রাজনীতির দাপট! রজার বিনির নতুন কমিটির সঙ্গে জুড়ে রয়েছে বিজেপি-কংগ্রেস
BCCI AGM: বিসিসিআইতে রাজনীতির প্রভাব যে কতটা প্রবল, সেটা রজার বিনির নতুন কমিটি দেখলেই বোঝা যায়। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী (1983 World Cup) দলের অন্যতম সদস্য বিনি নিজে অরাজনৈতিক ব্যক্তিত্ব হলেও, তাঁর কমিটিতে যারা যারা রয়েছেন, তাঁরা প্রত্যেকেই কোনও না কোনওভাবে রাজনীতির সঙ্গে যুক্ত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিসিসিআই (BCCI) কার্যত প্রতিষ্ঠালগ্ন থেকেই কমবেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের দ্বারাই পরিচালিত হয়ে আসছে। মাঝখানে জগমোহন ডালমিয়া (Jagmohan Dalmiya) বা সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourva Ganguly) মতো কিছু তথাকথিত ‘অরাজনৈতিক’ ব্যক্তিত্ব বোর্ডের মসনদে বসলেও ভারতীয় বোর্ডকে পুরোপুরি রাজনীতিমুক্ত করতে পারেননি। বিসিসিআইতে রাজনীতির প্রভাব যে কতটা প্রবল, সেটা রজার বিনির (Roger Binny) নতুন কমিটি দেখলেই বোঝা যায়। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী (1983 World Cup) দলের অন্যতম সদস্য বিনি নিজে অরাজনৈতিক ব্যক্তিত্ব হলেও, তাঁর কমিটিতে যারা যারা রয়েছেন, তাঁরা প্রত্যেকেই কোনও না কোনওভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। ছবিতে দেখে নিন।