1/8
পেরুর বাসিন্দা লিনা মেদিনা। বিশ্বের ইতিহাসে কনিষ্ঠতম মা। ১৯৩৯ সালে মাত্র ৫ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। লিনার জন্ম হয়েছিল পেরুর টিক্রাপোতে। বাবার নাম টিবুরেলো মেদিনা এবং মা ভিক্টোরিয়া লোসিয়া। লিনারা ছিলেন ৯ ভাইবোন। তবে অন্যদের তুলনায় লিনা যেন একটু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিল, শরীরের অস্বাভাবিক পরিবর্তনও চোখে পড়ছিল তাঁর। বিশেষ করে ওই বয়সে তাঁর স্তনের বৃদ্ধি সকলের চোখে পড়ছিল।
2/8
লিনা যখন ৫ বছরের তখন লক্ষ্য করা যায় তাঁর পেট ক্রমশ বড় হয়ে যাচ্ছে। মা-বাবা, আত্মীয়-পরিজন থেকে চিকিৎসক সকলেই ভেবেছিলেন পেটে টিউমার হয়েছে লিনার। পিসকো হাসপাতালের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন টিউমারের জন্য নয়, লিনার গর্ভে তখন ৭ মাসের সন্তান, সেই কারণেই এই পরিবর্তন। জানা যায় ৫ বছর হওয়ার আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল লিনা।
photos
TRENDING NOW
3/8
চিকিৎসা বিজ্ঞানে এর আগে এমন উদাহরণ ছিল না। লিনাকে নিয়ে চিকিৎসক মহলে নানা গবেষণা চলেছে। লা প্রেসি মেডিক্যাল জার্নালে তাঁকে নিয়ে বহু লেখালেখি হয়। তাতে জানা যায়, ৮ মাস বয়স থেকেই ঋতুস্রাব শুরু হয়ে গিয়েছিল তাঁর। অর্থাৎ তখন থেকেই প্রজনন ক্ষমতা সম্পন্ন ছিল সে। চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় প্রিকসিয়াস পিউবার্টি, বিরলতম ঘটনা। মস্তিষ্কের যে অংশ থেকে যৌন হরমোন নিঃসৃত হয়, সেই অংশেরই কিছু সমস্যার কারণে এমনটি ঘটে থাকে।
4/8
5/8
6/8
১৯৭০ সালে বিয়ে করেন লিনা। বিয়ের দু-বছর পর অর্থাৎ ৩৩ বছর বয়সে তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হয়। আর প্রথম সন্তান গেরার্ডো ১৯৭৯ সালে মাত্র ৪০ বছর বয়সে অস্থিমজ্জা সংক্রান্ত রোগে মারা যান। পরবর্তীকালে তাঁর চিকিৎসক গেরার্ডো লোজাডার ক্লিনিকেই তিনি সেক্রেটারির কাজ করতেন। উপার্জনের টাকায় ছেলেকে পড়াশোনা শিখিয়ে বড়ও করেন লিনা।
7/8
8/8
photos